কলকাতা – রাতে বিয়ে সকালে মর্নিং ওয়াক। পুরনো ছন্দে দিলীপ ঘোষ। এদিন নিউটাউন ইকোপার্কে মর্নিং ওয়াকার দের সাথে কেক কেটে জন্মদিনও পালন করেন দিলীপ ঘোষ।দিলীপ ঘোষ বলেন- রিঙ্কু মজুমদারের সঙ্গে আগেই আলাপ হয়েছিল। উনি পুরনো পার্টি কর্মী। রাজনীতিতে উনি ২০১২ সালে এসেছেন। আমি এসেছি ২০১৫ সালে। বিয়ে করার ব্যাপারটা হঠাৎই এসেছে, আর সেটা পরিস্থিতির কারণে। সেটা হয়েও গেছে যথা সময়ে। অনেকে ভাবছে ইকো পার্কে হাঁটলেই বিয়ে হয়। সারা জীবন হাঁটলেও বিয়ে হবে না। বিয়ে যখন হবার তখনই হবে।
