ভাইরাল – ৫০ কোটি টাকার কুকুর কেনার দাবি করে সমাজমাধ্যমে তাক লাগিয়ে দিয়েছিলেন তরুণ। কুকুর ও তাঁর মালিক ভাইরাল হতেই বাড়িতে হানা দিল ইডি। আর তাতেই প্রকাশিত হল আসল সত্য। বৃহস্পতিবার এস সতীশ নামের সেই ব্যক্তির বেঙ্গালুরুর বাড়িতে তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সতীশ দাবি করেছিলেন যে, তিনি ৫০ কোটি টাকার একটি বিরল ‘নেকড়ে কুকুর’ আমদানি করেছেন। এই ঘটনাটি ঝড়ের বেগে ছড়িয়ে পড়ে সমাজমাধ্যম ও সংবাদমাধ্যমে। এর ফলে ইডি হস্তক্ষেপ করে বিষয়টিতে। তাতেই ফাঁস হয়ে যায় তাঁর কীর্তি। প্রকাশ্যে আসে, ৫০ কোটি টাকার কুকুরের দাবি সম্পূর্ণ ভুয়ো। ইডি জানিয়েছে, ৫০ কোটি টাকা দিয়ে কুকুর কেনার সামর্থ্যই নেই তরুণের।
সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ইডির কর্তারা তদন্ত করে দেখেছেন, তরুণের এত দামি কুকুর কেনার আর্থিক সঙ্গতি নেই। ইডি এই সিদ্ধান্তে পৌঁছেছে যে, সমাজমাধ্যমে মনোযোগ আকর্ষণের জন্য ৫০ কোটি টাকার কুকুরের কথা প্রচার করা হয়েছে। সংবাদ প্রতিবেদন অনুসারে, ৫০ কোটি টাকা দিয়ে বিশ্বের সবচেয়ে মূল্যবান সারমেয়টিকে কিনেছিলেন ৫১ বছর বয়সি সতীশ। গত ফেব্রুয়ারিতে সতীশ ‘ক্যাডাবম্ব ওকামি’ নামে একটি বিরল প্রজাতির ‘নেকড়ে-সারমেয়’ কিনতে ৫০ কোটি টাকা খরচ করেন বলে দাবি করেছিলেন। ওকামি আসলে নেকড়ে এবং ককেশিয়ান শেফার্ডের মিশ্রণ। আমেরিকায় জন্ম হয় এই বিশেষ প্রজাতির সারমেয়র।
এই তথ্যের ভিত্তিতে ইডি সতীশের দাবি যাচাই করার জন্য তাঁর বাড়িতে যায়। কিন্তু পরে তারা জানতে পারে যে, কুকুরের দাম সম্পর্কে যে তথ্য দেওয়া হয়েছে তা পুরোপুরি অসত্য। ইডি জানিয়েছে, সমাজমাধ্যমে ব্যাপক আলোড়ন তোলা ‘নেকড়ে কুকুর’টি আসলে সতীশের প্রতিবেশীর। এবং তার দাম এক লাখ টাকারও কম!
