মালদা – দুষ্কৃতীদের হাত থেকে বাঁচাতে হবে গ্রামকে। সেই লক্ষ্যে রাতের পাহারার দায়িত্ব পড়েছিল ২ যুবকের কাঁধে। কিন্তু দুষ্কৃতীদের একের পর এক কোপের কাছে কিছুই করতে পারেনি তাঁরা। দুষ্কৃতী হামলায় প্রাণ হারাতে হয়েছে ১ জনকে। আশঙ্কজনক আরও ১।বিগত কয়েকমাস ধরে মালদার ইংরেজবাজার থানার সিকান্দারপুর এলাকায় বেড়েই চলেছে চুরির ঘটনা।দুষ্কৃতীরা বাড়িতে হামলা চালাচ্ছে রাতের অন্ধকারকে হাতিয়ার করে। পুলিশের কাছে অভিযোগ জানিয়েও লাভ হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। স্থানীয়রা জানিয়েছেন, পুলিশের সঙ্গে কথা বলেই পাহারা দিচ্ছিলেন গ্রামবাসীরা। বহিরাগতরা গ্রামে ঢুকে লুঠপাট চালিয়ে চলে যাচ্ছিল। গ্রামের মহিলাদের সঙ্গে অশালীন আচরণ করা হচ্ছিল বলে অভিযোগ। সেই কারণে গ্রামে রাত পাহারার ব্যবস্থা করা হয়। নিজেরাই নিজেদের রক্ষা করার দায়িত্ব তুলে নিয়েছিলেন কাঁধে। কিন্তু তার জেরে প্রাণ গেল ১ যুবকের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরো ১।
জানা গিয়েছে, মৃত যুবকের নাম শিবু মণ্ডল। আর আহত যুবকের নাম সূর্য মণ্ডল। মঙ্গলবার রাতে পাহারা দেওয়ার সময় ধারালো অস্ত্র দিয়ে একাধিকবার কোপ মারা হয় দুজনকে। তাঁদের চিৎকার শুনে গ্রামবাসীরা ছুটে আসে। তখন দুষ্কৃতীরা পালিয়ে যায়। অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয় শিবুর। ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায় সিকান্দারপুরে। প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। মালদা-মানিকচক রাজ্য সড়ক অবরোধ করেন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে পুলিশ। এরপরেই পুলিশের সঙ্গে গ্রামবাসীদের বচসা -ধস্তাধস্তি হয়। এলাকায় পরিস্থিতি স্বাভাবিক করতে নামানো হয়েছে ব়্যাফ। একাধিক গাড়িতে ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। তাঁদের অভিযোগ, পুলিশ আগে থেকে ব্যবস্থা নিলে এত বড় দুর্ঘটনা ঘটত না।
