হাওড়া – আমতা থানা এলাকার একটি বেসরকারি নার্সিং হোমের মন্দির থেকে রাধাকৃষ্ণের বিগ্রহ চুরির ঘটনায় পুলিশ দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার রাতে দুষ্কৃতীরা বিগ্রহ চুরি করে পালিয়ে যায়। নার্সিং হোম কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে আমতা থানার পুলিশ তদন্ত শুরু করে এবং মনোজ ঘোড়াই ওরফে পুষ্প এবং মলয় সামন্তকে গ্রেপ্তার করে।হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে রাধাকৃষ্ণের বিগ্রহ ছাড়াও গগন হরিতলা বজরংবলি মন্দির থেকে চুরি হওয়া একটি গদা ও ঘট এবং চন্দ্রপুর পানপুর সিদ্ধেশ্বরী কালীমন্দির থেকে চুরি হওয়া একটি ঘট উদ্ধার করা হয়েছে। পুলিশের এক আধিকারিক জানান, “অভিযুক্তদের জিজ্ঞাসাবাদে আরও চুরির ঘটনা প্রকাশ পেতে পারে।” এই ঘটনায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে, তবে পুলিশের তৎপরতায় স্বস্তি ফিরেছে। বিশ্লেষকদের মতে, ধর্মীয় স্থান থেকে চুরির ঘটনা বৃদ্ধি আঞ্চলিক নিরাপত্তার প্রশ্ন তুলছে।
