আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা

আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

আলিপুরদুয়ার – আজ, বুধবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার জন্য কালবৈশাখীর সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে কলকাতা ও সংলগ্ন জেলাগুলির জন্য এরকম কোনও সতর্কবার্তা দেওয়া হয়নি। এই জেলাগুলির মধ্যে পূর্ব মেদিনীপুর জেলাও আছে। তবে কলকাতা ও সংলগ্ন এলাকায় হাল্কা বৃষ্টি আজও হতে পারে। আগামী কাল ১ মে, বৃহস্পতিবার অবশ্য দক্ষিণবঙ্গের সব জেলার জন্য ঝড়বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।শুক্রবার মূলত পশ্চিমাঞ্চল ও মুর্শিদাবাদ জেলার জন্য এই পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, সবদিন বড় মাত্রার ঝড়বৃষ্টি না-হলেও আপাতত আগামী কয়েকদিন রোজই দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টি হওয়ার মতো অনুকূল পরিস্থিতি থাকবে। ফলে তীব্র গরম আপাতত পড়বে না।

উত্তর বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। একটি নিম্নচাপ অক্ষরেখা রাজ্যের উপর অবস্থান করছে। বায়ুপ্রবাহের গতিপ্রকৃতি ও বঙ্গোপসাগর থেকে বেশি মাত্রায় জলীয় বাষ্প প্রবেশ করার জন্য দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় মাঝে মাঝে বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হচ্ছে। শক্তিশালী মেঘের সঞ্চার হলে সেখানে কালবৈশাখীর ঝড় হচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে কলকাতা ও সংলগ্ন জেলাগুলির বড় অংশ জুড়ে জোরালো ঝড় ও তার সঙ্গে বৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে সবচেয়ে বেশি—৫০ মিমি বৃষ্টি হয়েছে। হাওড়ার উলুবেড়িয়ায় বৃষ্টি হয়েছে ৪৫ মিমি। কলকাতার আলিপুরে ২৩ মিমি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে এই সময়ে। বৃষ্টির জন্য মঙ্গলবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। মঙ্গলবারও সকাল থেকে উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হয়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top