পূর্ব বর্ধমান – পূর্ব বর্ধমান জেলার মেমারী ২ নম্বর ব্লক এলাকায় এক নাবালক নাবালিকার বিয়ে রুখলো মঙ্গলবার প্রশাসন ।মেমারী ২ নম্বর ব্লকএর বিজুর এলাকার দুই নাবালক নাবালিকার বিয়ে হয় ।ঘটনার খবর পেয়ে মেমারী থানার সাতগেছিয়া ফাঁড়ির পুলিশ ও ব্লক প্রশাসনের পক্ষ থেকে ওই নাবালক নাবালিকাকে উদ্ধার করে , এবং তাদের দুটি পরিবারকে সচেতন করে ফিরিয়ে দেওয়া হয় ।পরবর্তী পর্যায়ে তারপরে আবারো ওই নাবালক নাবালিকা বিয়ে করে একসঙ্গেই থাকতে শুরু করে ।এর পরে ঘটনাস্থলে মেমারি থানার সাতগেছিয়া ফাঁড়ির পুলিশ মেমারি দু’নম্বর ব্লকের আধিকারিকরা এবং চাইল্ড লাইনের পক্ষ থেকে আধিকারিকরা এসে ওই নাবালক ও নাবালিকাকে উদ্ধার করে নিয়ে যায়।
