খেলা-মেসি গোল করলেন। জিতল ইন্টার মায়ামি। ফ্লোরিডায় মেজর লিগ সকারের ম্যাচে নিউ ইয়র্ক রেড বুলসকে ৪-১ গোলে হারাল মেসির দল। টানা তিনটি ম্যাচে হারের পরে মায়ামির এটা প্রথম জয়। আবার চার ম্যাচ গোল না করা মেসি এদিন নিউ ইয়র্ক রেড বুলসের জালে বল জড়ান। ফাফা পিকাল্ট খেলার ৯ মিনিটে গোল করে এগিয়ে দেন ইন্টার মায়ামিকে।৩০ মিনিটে মার্সেলো ভেইগান্ট ও৩৯ মিনিটে লুইস সুয়ারেজ গোল করার পরে ৬৭ মিনিটে মেসির গোল। ৪৩ মিনিটে রেড বুলসের হয়ে ব্যবধান কমান এরিক ম্যাক্সিম।
এই ম্যাচে জয়ের ফলে এমএলএস ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় চার নম্বরে উঠে এসেছে ইন্টার মায়ামি।
এমএলএস ইস্টার্ন কনফারেন্সে ১০ ম্যাচে মায়ামির পয়েন্ট ২১। ১১ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে কলম্বাস ক্রু। সমসংখ্যক ম্যাচ থেকে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ফিলাডেলফিয়া।
