কোথায় গেলেন স্বস্তিকা?

কোথায় গেলেন স্বস্তিকা?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


বিনোদন – নয় নয় করে টলিপাড়ায় দীর্ঘ বছর কাটিয়ে ফেললেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। তবে অভিনেত্রীর বাইরে স্বস্তিকা সব সময়ই মাটির কাছাকাছি থাকতেই ভালোবাসেন। একেবারে ছিমছাম জীবনযাপন পছন্দ স্বস্তিকার। তা তিনি বরাবরই বলে এসেছেন। তাই অভিনেত্রীর নেই কোনও বাউন্সার বা দেহরক্ষী। একেবারে নিজের মতো করেই জীবনে চলতে ভালোবাসেন। যেমন হঠাৎ টুক করেই চলে গেলেন ইছাপুর। অবশ্য একা নন, সঙ্গে ছিলেন স্বস্তিকার বোন অজপাও। গঙ্গার পাড়ে গিয়ে দুই বোন মিলে ছবি তুললেন। আর নিজের মনের অনুভূতির কথা তুলে ধরলেন সোশ্যাল মিডিয়া পেজে। স্বস্তিকা সোশ্যাল মিডিয়াতে একাধিক ছবি শেয়ার করেছেন। বোন অজপা ও ভাইকে নিয়ে গঙ্গার পাড় থেকে একাধিক ছবি পোস্ট করেছেন অভিনত্রী। স্বস্তিকার পোস্ট থেকেই জানা গিয়েছে যে তাঁর কাঁচড়াপাড়ায় একটা ইভেন্ট ছিল, সেটা সেরে তিনি ইছাপুরে তাঁর ভাইয়ের বাড়িতে যান। স্বস্তিকার ইছাপুর শহরটা খুব ভাল লেগেছে। অজপা ছাড়াও স্বস্তিকার সঙ্গে ছিলেন তাঁর পুরো টিম। দুপুরে সেখানেই খাওয়া-দাওয়া করেন। স্বস্তিকার কথায়, তিনি এত খেয়ে ফেলেছেন যে পরের দুদিন আর কিছুই খেতে পারেননি।



এরপর স্বস্তিকা বলেন যে তিনি তাঁর ভাই শুভর স্কুটারে চড়ে ঘুরে বেড়ান। অন্যেরা গাড়িতে ছিল। স্বস্তিকার ভাইয়ের স্কুটার পুরনো বলে মাঝে মাঝেই স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছিল আর সেটা দেখে অভিনেত্রীর ভাই টেনশন করছিলেন কারণ তাঁর সঙ্গে থাকা দিদি রীতিমতো চেনা মুখ সকলের। তবে সব বাধা পেরিয়ে গঙ্গারপাড় পর্যন্ত পৌঁছাতে পেরেছিলেন স্বস্তিকা। অভিনেত্রী গঙ্গারপাড়ে সূর্যাস্ত দেখলেন, চেয়ে দেখলেন পুরনো ব্রিটিশ আমলের রাজবাড়ি। ফেরার পথে কুলফি খেলেন, দর্শন করলেন মা কালীর। স্বস্তিকার পোস্টেই জানা যায় যে তাঁর শুভর ভরা সংসার। সবাইকে আগলে নিয়ে থাকেন তিনি। অভিনেত্রী ভগবানের কাছে তাঁদের ভাল থাকার আশীর্বাদ চেয়েছেন। এরপরই স্বস্তিকা বলেন যে তাঁর বোন অজপা একেবারে তাঁদের মায়ের জেরক্স কপি। স্বস্তিকা বলেন, বোন সেদিন মায়ের মতন বড় মেরুন টিপ পড়েছিলেন, হঠাৎ করে তাকালে একবার মনে হচ্ছে মা, একবার মনে হচ্ছে বড় মাসি। সবাই চলে যায়, আমরা তাদের অবয়ব আঁকড়ে পরে থাকি। বোন বলল, জানিস তো দিদি, আরেকটু বয়স হলে দেখবি আমরা পুরো মা মাসিদের মতন দেখতে হয়ে যাব। তারপর ওর সেই হাড় জ্বালানি কথাটাও বলল, দিদি আমায় কিন্তু বেশি মায়ের মতন লাগবে, তোকে কম। স্বস্তিকা অবশ্য এ কথা মেনেই নিয়েছেন যে বোন অজপাকে তাঁর মায়ের মতোই দেখতে। বোনের দিকে তাকালেই অভিনেত্রী তাঁর মাকে দেখতে পান। আর স্বস্তিকার কাছে এটাই অনেক। শেষে অবশ্য স্বস্তিকার সংযোজন, বামুন বাড়ির মেয়ে আমরা, হাতে ছাঁদা বেঁধে তো আনতেই হবে বাপু। আমাদের সঙ্গে কে বাড়ি ফিরল বলুন তো? দাদা বৌদির বিরিয়ানি!

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top