উওর 24 পরগণা – নৈহাটির মামুদপুর গ্রাম পঞ্চায়েতের বড়া গ্রামের রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। সামান্য ঝড় বৃষ্টিতে তার অবস্থা হয়ে ওঠে আরো দুর্বিসহ। ফলে চরম অসুবিধায় পড়েছেন হাজার হাজার স্থানীয় গ্রামবাসীরা। বহু বার স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা মেলেনি গ্রামবাসীদের।তাই অবিলম্বে সেই রাস্তা সংস্কারের দাবিতে নৈহাটি বড়া মোড়ে রবিবার সকাল থেকেই পথ অবরোধ করে গ্রামবাসীরা। সকাল ৯ টা থেকে প্রায় এক ঘন্টা পথ অবরোধ চলার পর ঘটনাস্থলের শিবদাসপুর থানার পুলিশ পৌঁছায়। তাদেরকে রাস্তা তৈরির আশ্বাস দেওয়ার পর অবরোধ তুলে নেয় গ্রামবাসীরা।
