মুর্শিদাবাদ- বাবা-ছেলে খুনের ঘটনায় ইতিমধ্যে অশান্ত এলাকাটিতে সোমবার রাতে মৃতদের বাড়ির তালা ভেঙে পুলিশের প্রবেশের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, পুলিশ রাতের অন্ধকারে গোপনে ভাঙা দরজা সারাই করেছে, এমনকি সিসিটিভি বন্ধ করে আশপাশের বাড়িতে শিকল তুলে দিয়েছে।এ ঘটনায় সকাল থেকে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভে ফুঁসছে এলাকাবাসী।
তিন সপ্তাহ আগে সামশেরগঞ্জ, ধুলিয়ান, সুতিসহ মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় সহিংসতায় অগ্নিগর্ভ হয়ে উঠেছিল। রাজ্যপাল ও বিরোধী নেতার পর মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিদর্শনের আগে এই ঘটনা নতুন মাত্রা যোগ করেছে। স্থানীয় বাসিন্দা রহিম শেখ বলেন, “দিনের আলোয় কাজ করলেই তো হতো, রাতে এত গোপনীয়তা কেন?” পুলিশের দাবি, পরিস্থিতি স্বাভাবিক দেখানোর জন্যই এই পদক্ষেপ। তবে বিশ্লেষকদের মতে, এই ঘটনা প্রশাসনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে।জাফরাবাদের এই উত্তেজনা মুখ্যমন্ত্রীর সফরের আগে প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ। স্থানীয়রা স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন, যাতে রাতের এই রহস্যের জবাব মেলে।
