ডিভোর্সের পরও বিবাহবার্ষিকীতে মন খারাপ নবনীতার

ডিভোর্সের পরও বিবাহবার্ষিকীতে মন খারাপ নবনীতার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram




বিনোদন – আর সেটা দেখেই নবনীতা একটু আবেগপ্রবণ হয়ে পড়েন। তবে এইসব নিয়ে এখন ভাবতে রাজি নন নবনীতা। জীবনকে নতুনভাবে শুরু করতে চান তিনি। গত দেড় বছরে জীবন অনেকটাই বদলে গিয়েছে তাঁর। নতুন একটা ফ্ল্যাট কিনেছেন তিনি। অভিনয় ছাড়াও নিজেকে অনেক অন্য ধরনের কাজে যুক্ত রাখার চেষ্টা করছেন। এখন অবশ্য ছোটপর্দা থেকে কিছুদিনের বিরতি নিয়েছেন নবনীতা। বন্ধুদের সঙ্গে গোয়াতেও ঘুরতে গেছিলেন। একসময় টলিপাড়ায় পাওয়ার কাপল হিসাবেই পরিচিত ছিলেন জিতু কমল ও নবনীতা দাস। কিন্তু আচমকাই তাঁদের দাম্পত্যে চিড় ধরে। জিতুর সঙ্গে ডিভোর্সের কথা প্রথম সোশ্যাল মিডিয়াতেই জানিয়েছিলেন নবনীতা দাস। কিন্তু বছর দুই হল তাঁদের সংসার ভেঙেছে। ২০১৯ সালের ৬ মে জিতু ও নবনীতা বিয়ে করেন। কিন্তু বিয়ের ৩ বছরের মাথায় আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা। প্রায় দেড় বছর হতে চলল এই ঘটনার। আর ৬ মে আসলেই অনেক কিছু মনে পড়ে যায় নবনীতার। যার ঝলক পাওয়া গেল অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া পেজে।



মঙ্গলবার ৬ মে নবনীতা তাঁর ইনস্টাগ্রামের স্টোরিতে একটি পোস্ট দেন। যেখানে দেখা গিয়েছে, অভিনেত্রী একটি ভাঙা হৃদয়ের সঙ্গে তাঁর বিয়ের তারিখ অর্থাৎ ৬ মে ২০১৯ লিখেছেন। তাহলে কি বিবাহবার্ষিকী এলে এখনও মন খারাপ হয় নবনীতার। এক সংবাদমাধ্যমকে নবনীতা যদিও জানিয়েছেন যে তাঁর একেবারেই মন খারাপ হয় না এদিন আসলে। তবে জীবনের এই অংশটা পুরোপুরি মুছে দিতে পারবেন না নবনীতা, কারণ এদিন তাঁর বিয়ে হয়েছিল। আসলে বিবাহবার্ষিকীর আগের দিনই নবনীতার বাবা তাঁর বিয়ের বেনারসী কাচিয়ে দিয়ে যান। একদিকে যখন নবনীতা মন খারাপের পোস্ট করেছেন ওইদিনই জিতুকে দেখা গেল একেবারে অন্য মেজাজে। গঙ্গায় নৌকা বিহারে গিয়েছিলেন জিতু। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন। তবে জিতুর সঙ্গে দেখা গিয়েছে এক রহস্যময়ী নারীকে। গঙ্গার বুকে নৌকায় চড়ে সেই রহস্যময়ী নারীর সঙ্গে ঘুরলেন জিতু। অভিনেতার সঙ্গে থাকা সেই নারী কে, তা নিয়ে কিছুই জানাননি জিতু।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top