রাজস্থান – রাজস্থানের তিনটি শহরে জারি করা হল রেড অ্যালার্ট। হিন্দুস্থান টাইমসের খবর অনুসারে বাড়মের জেলা প্রশাসনের পক্ষ থেকে এই নির্দেশিকা জারি করা হয়েছে।ভারত এবং পাকিস্তানের মধ্যে চলা উত্তেজনার পরিস্থিতির দিকে নজর রেখে এই সিদ্ধান্ত নেওয়া হল। রাজস্থানের বাড়মের, শ্রী গঙ্গানগর এবং যোধপুরে জারি করা হল এই হাই অ্যালার্ট।শনিবার দিনের শুরুতেই প্রায় ভোর ৫ টা নাগাদ পাকিস্তান সীমান্ত থেকে ড্রোন হামলার খবর আসে। যদিও ভারতের ডিফেন্স সিস্টেম তাকে ব্যর্থ করে দিয়েছে। এরপরই এই নির্দেশিকা জারি করা হয়। এছাড়া ব্ল্যাক আউটের নির্দেশও থাকছে।কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে এই নির্দেশিকা সকলকে কঠোরভাবে মেনে চলতে হবে। সকল নাগরিকরা যেন নিজেদের ঘরে থাকেন। উইং কমান্ডার ব্যোমিকা সিং জানিয়েছেন, ‘দেখা গিয়েছে, পাকিস্তান সেনা তাদের সৈন্যদের সামনের দিকে এগিয়ে আনছে। এতে তাদের আক্রমণাত্মক অভিপ্রায় প্রকাশ পাচ্ছে।’
