উওর 24পরগণা – আজ সকালে ভারত বাংলাদেশের সীমান্ত এলাকায় ইতস্তত ঘোরাফেরা করতে দেখে এক ব্যক্তিকে। সেই সময় সীমান্তের টহলরত ১৪৩ নাম্বার ব্যাটেলিয়ানের তারালী সীমান্তের জাওয়ানরা তাকে জিজ্ঞাসাবাদ করতেই সে জানায় তার কাছে বাংলাদেশে যাওয়ার কোন বৈধ কাগজপত্র নেই । সে ভারতের এক দালালের মাধ্যমে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল ।তাকে আটক করে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ সূত্রে জানা যায় ধৃত ব্যক্তির নাম মনিরুল ইসলাম বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা জেলায়। তাকে মোটা টাকার বিনিময়ে বাংলাদেশ যাবার সুযোগ করে দেয় স্বরুপনগর থানার বালতি নিত্যানন্দকাটি গ্রামের বাসিন্দা আশানুর মৃধা। তাদের দুজনকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে তারা অবৈধভাবে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল এবং তাকে সহযোগিতা করেছিল ভারতেরই এক বাসিন্দা দুজনকে গ্রেফতার করে আজ বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে।
