নদীয়া – অফিসের সামনে অবস্থান বিক্ষোভে দলীয় কাউন্সিলররা। অফিসে ঢুকতে বাধা পেয়ে অফিসের সামনেই চেয়ার টেবিল নিয়ে বসে অফিসের কাজ সারলেন চেয়ারম্যান। এই ঘটনার জেরে ফেরে আলোচনায় কৃষ্ণনগর পৌরসভায়। বিক্ষোভকারীদের দাবি গত ৭ ই মার্চ কৃষ্ণনগর পৌরসভার বাজেট অধিবেশন ছিল। অধিবেশন চলাকালীন চেয়ারম্যান রীতা দাস অসুস্থ হয়ে পড়ায় অধিবেশন স্থগিত হয়ে যায়। অভিযোগ পরবর্তী সময়ে বাজেট অধিবেশন হওয়ার কথা থাকলেও তা হয়নি ফলে বাজেট পাসও হয়নি। কিন্তু চেয়ারম্যান বাজেট অধিবেশনের রেজ্যুলেশন খাতায় কারচুপি করে বাজেট পাশ হয়েছে বলে দাবি করেন। যা নিয়ে বিতর্ক সৃষ্টি হয় দলীয় কাউন্সিলরদের সাথে। দলীয় কাউন্সিলররা দাবি জানাতে থাকেন অবিলম্বে আসল রেজ্যুলেশন খাতা প্রকাশ করতে হবে এবং কারচুপি করা রেজ্যুলেশন বাতিল করতে হবে। তা নিয়ে কাউন্সিলররা চেয়ারম্যানকে আটকে রেখে একাধিকবার অবস্থান বিক্ষোভ করে। সেই সময় চেয়ারম্যান প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও পালন করা হয়নি বলে অভিযোগ। সেই কারণে আজ ফের চেয়ারম্যানের ঘরের সামনে অবস্থান বিক্ষোভ করেন তারা। যদিও চেয়ারম্যানের দাবি তারা সকলকে নিয়ে আলোচনায় বসতে রাজি, কিন্তু তারা রাজি না হওয়ায় এই পরিস্থিতি।
