ভাইরাল – ভারতে ভ্রমণে এসে কেরালায় প্রথমবার মশলা সোডার স্বাদ নিলেন এক ব্রিটিশ ট্রাভেল ব্লগার, আর তার প্রতিক্রিয়া দেখার মতো! ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল।
ব্রিটিশ ট্রাভেল ইনফ্লুয়েন্সার ডিন লেহ সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে তাকে দেখা যাচ্ছে কেরালার পালাক্কড় জেলার এক দোকান থেকে মশলা সোডা নিয়ে চেখে দেখতে। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, “কেরালায় প্রথমবার মশলা সোডা ট্রাই করলাম। এটা লেবু, নুন, জিরা আর চাট মশলা দিয়ে তৈরি এক ধরনের কার্বনেটেড স্পাইসি পানীয়।”ভিডিওতে দেখা যায়, সোডার এক চুমুক নিয়েই লেহ-এর মুখের অভিব্যক্তি বদলে যায়। স্পষ্ট বোঝা যায় যে পানীয়টির স্বাদ তার মোটেই ভালো লাগেনি। যদিও তিনি নিজে এটি উপভোগ করতে পারেননি, তবুও দর্শকদের উদ্দেশে বলেন— সবাই যেন অন্তত একবার এই অভিজ্ঞতা নেয়।এই অদ্ভুত স্বাদের প্রতিক্রিয়া ঘিরে নেটিজেনদের মধ্যে তৈরি হয়েছে নানা ধরনের প্রতিক্রিয়া ও আলোচনা। ভিডিওটি ইতিমধ্যেই লক্ষাধিক বার দেখা হয়েছে এবং কমেন্ট সেকশনে জমেছে মজার সব মন্তব্য।
