বিনোদন – আমির খানের আসন্ন ছবি ‘সিতারে জমিন পর’–এর ট্রেলার প্রকাশের ২৪ ঘণ্টাও পেরোয়নি, এর মধ্যেই ছবিটি ঘিরে শুরু হয়েছে প্রবল বিতর্ক। সমাজমাধ্যম এক্স-এ অনেক নেটিজেন ছবিটিকে বয়কটের আহ্বান জানিয়েছেন।
বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে আমিরের তুরস্ক সফর। দাবি করা হচ্ছে, ভারত-পাকিস্তান যুদ্ধ পরিস্থিতির সময় তুরস্ক প্রকাশ্যে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল। আর সেই তুরস্ক সফরেই রাষ্ট্রপতি রেজেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে সাক্ষাৎ ও করমর্দনের একটি পুরনো ছবি আবার সামনে এসেছে। নেটিজেনদের একাংশের অভিযোগ, আমির খান ‘ভারত-বিরোধী শক্তির’ সঙ্গে যোগাযোগ রাখেন, তাই তাঁর ছবি বয়কট করা উচিত।
তবে আমির ভক্তদের মতে, এই সফর বহু বছর আগের। সেই সময়ে ভারতের সঙ্গে তুরস্কের সম্পর্ক স্বাভাবিক ছিল। ফলে, অতীতের একটি ঘটনার জন্য এখন আমিরকে দোষারোপ করা অযৌক্তিক।বিতর্ক এখানেই থেমে নেই। ট্রেলারে আমিরকে দেখা গিয়েছে একজন বাস্কেটবল কোচের ভূমিকায়, যিনি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে একটি দল গড়ে তুলছেন। কেউ কেউ মনে করছেন, ট্রেলারে কৌতুকের ছাপ থাকলেও ২০০৭ সালের ‘তারে জমিন পর’–এর মতো হৃদয়স্পর্শী আবেগ এই নতুন ছবিতে অনুপস্থিত।সব মিলিয়ে, ছবি মুক্তির আগেই বিতর্কের কেন্দ্রে আমির খান, যাঁকে ‘মিস্টার পারফেকশনিস্ট’ নামে ডাকা হয়।
