দেশ – অবশেষে দেশে ফিরলেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। দীর্ঘ ২২ দিন পাকিস্তানে বন্দি থাকার পর বুধবার সকালে আটারি-ওয়াঘা সীমান্ত পেরিয়ে ভারতের মাটিতে পা রাখেন তিনি। হুগলির রিষড়ার বাসিন্দা পূর্ণম ২৩ এপ্রিল থেকে পাকিস্তানের হেফাজতে ছিলেন।জানা গিয়েছে, পাঞ্জাবের ফিরোজপুর সেক্টরে কর্মরত ছিলেন পূর্ণম। কাশ্মীরের বৈসরণ উপত্যকায় জঙ্গি হানার ঠিক পরের দিন, অর্থাৎ ২৩ এপ্রিল, ভুলবশত সীমান্ত অতিক্রম করে পাকিস্তানের ভেতরে ঢুকে পড়েন তিনি। একটি গাছের নিচে বিশ্রামের সময় তাঁকে পাক রেঞ্জার্স গ্রেপ্তার করে।
এরপর থেকে পাকিস্তানেই বন্দি ছিলেন পূর্ণম। বিএসএফ ও কূটনৈতিক স্তরে একাধিকবার চেষ্টা চালানো হলেও শুরুতে তাঁর মুক্তি সম্ভব হয়নি। তবে ১০ মে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা আশার আলো জাগায় পরিবারে। অবশেষে সেই যুদ্ধবিরতির চারদিন পর মুক্তি পেলেন পূর্ণম।
দেশে ফিরতেই স্বস্তির নিঃশ্বাস তাঁর পরিবার ও সহকর্মীদের। আপাতত তাঁকে নিয়ম মেনে তদন্ত ও মেডিক্যাল পরীক্ষার প্রক্রিয়ার মধ্যে রাখা হবে বলে বিএসএফ সূত্রে খবর।
