বিনোদন – প্রতি বছরই কান ফিল্ম ফেস্টিভ্যালের রেড কার্পেট ঘিরে তৈরি হয় প্রবল কৌতূহল। কোন বলিউড তারকা কীভাবে ধরা দেবেন, তাঁদের পোশাক থেকে মেকআপ—সবকিছুই হয়ে ওঠে আলোচনার কেন্দ্রে। এবছরও তার ব্যতিক্রম হয়নি। আর সেই আলোচনার মাঝেই নজর কাড়লেন ঊর্বশী রাউতেলা, তবে প্রশংসার চেয়ে কটাক্ষই যেন বেশি জুটেছে তাঁর ঝুলিতে।রেড কার্পেটে ঊর্বশীর উপস্থিতি ছিল বেশ অভিনব। চোখে গাঢ় নীল আইশ্যাডো, রঙিন অফ-শোল্ডার গাউন, ম্যাচিং দুল, এবং একটি ঝলমলে ক্রিস্টাল হেয়ারব্যান্ডে নিজেকে সাজিয়েছিলেন তিনি। সঙ্গে ছিল একটি নজরকাড়া ক্লাচ—যার আকৃতি ছিল এক টিয়া পাখির মতো। জানা যাচ্ছে, ক্লাচটির মূল্য প্রায় ৪,৬৮,০০০ টাকা।
ঊর্বশীর এই চড়া সাজ এবং আকর্ষণীয় অ্যাক্সেসরিজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেও, নেটিজেনদের একাংশের সমালোচনার মুখেও পড়তে হয় তাঁকে। কেউ বলছেন সাজটা অত্যধিক চটকদার, কেউ আবার তুলনা করেছেন কৃত্রিম ‘এআই’ চেহারার সঙ্গে। কারও মতে, “জঘন্য সাজ” তো কেউ বলেই দিলেন, “এড়িয়ে যাওয়াই ভালো।”বিশ্ব যখন ‘নো মেকআপ লুক’ ট্রেন্ডে মজে, তখন ঊর্বশীর এই রঙিন ও চড়া লুক নিয়ে আলোচনা হওয়া খুব একটা অস্বাভাবিক নয় বলেই মনে করছেন অনেকে। অনেকে আবার মন্তব্য করেছেন, তিনি সম্ভবত কান-এর পোশাক বিধি ভেঙেছেন বলিউড থেকে প্রথম কেউ।তবে সব সমালোচনার মাঝেও ঊর্বশীর ভক্ত ও বলিউডের কিছু তারকারা তাঁর সাহসী ফ্যাশনচয়েসের প্রশংসা করেছেন।উল্লেখ্য, কান ফিল্ম ফেস্টিভ্যাল ১৩ মে থেকে শুরু হয়ে চলবে ২৪ মে পর্যন্ত। বিশ্বজুড়ে নানা দেশের অভিনেতা-অভিনেত্রীরা ইতিমধ্যেই মুগ্ধতা ছড়াচ্ছেন এই উৎসবে। ঊর্বশীকে শেষবার পর্দায় দেখা গিয়েছিল তেলুগু ছবি ‘ডাকু মহারাজ’-এ।
