দার্জিলিং – ভারত-নেপাল সীমান্তে কড়া নজরদারির মধ্যেই আবারও ধরা পড়ল এক বাংলাদেশি নাগরিক। এসএসবি অর্থাৎ সশস্ত্র সীমা বলের বিশেষ টহল দলের অভিযানে, পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার খড়িবাড়ি থানার অন্তর্গত পানি ট্যাংকি এলাকা থেকে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
ধৃতের নাম মোহাম্মদ রেদয় খান, বয়স ২৬। তিনি বাংলাদেশের নাটোর জেলার লালপুর থানার অন্তর্গত গ্রাম পাটিকাবাড়ি দোহরশোইলা এলাকার বাসিন্দা।প্রাথমিক তদন্তে জানা গেছে, রেদয় খান বাংলাদেশ থেকে পাসপোর্ট ও ভিসা নিয়ে নেপালে প্রবেশ করলেও, সেখান থেকে অবৈধভাবে মেচি নদী পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। ঠিক সেই সময় এসএসবির টহল দলের নজরে পড়ে যান তিনি।আটকের পর তাকে খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আজ ধৃতকে শিলিগুড়ি আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।সীমান্তে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে বলেও জানিয়েছেন এসএসবি কর্মকর্তারা।
