ট্রোলিং ও ঘৃণার বিরুদ্ধে মুখ খুললেন মৌনি রায় ও পলক তিওয়ারি

ট্রোলিং ও ঘৃণার বিরুদ্ধে মুখ খুললেন মৌনি রায় ও পলক তিওয়ারি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



ভাইরাল – সোশ্যাল মিডিয়ায় ঘৃণা ও ট্রোলিং যেন প্রতিদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে সেলিব্রিটিদের জীবনে। সম্প্রতি অভিনেত্রী মৌনি রায় এবং তার ‘দ্য ভূতনী’ সহ-অভিনেত্রী পলক তিওয়ারি এই বিষয়ে খোলামেলা বক্তব্য রাখলেন নয়নদীপ রক্ষিতের ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে।চেহারায় কথিত পরিবর্তন ও প্লাস্টিক সার্জারির অভিযোগে বহুবার ট্রোলের শিকার হয়েছেন মৌনি রায়। এ প্রসঙ্গে তিনি বলেন, “এখন এসব আর আমায় স্পর্শ করে না। আগে ব্লক করতাম, এখন উদাসীন হয়ে গেছি। মাঝে মাঝে মনে হয়, এত negativity নিয়ে এরা কোথায় যাবে? এরা মুখোশের আড়ালে কী করুণ জীবন কাটায়!” তবে তিনি স্বীকার করেন, “চরিত্র হননের মতো মন্তব্য মাঝে মাঝে কষ্ট দেয়, কিন্তু তা সাময়িক।”



পলক তিওয়ারি ট্রোলিংয়ের বাণিজ্যিক দিক নিয়ে বলেন, “সেলিব্রিটির থেকেও বেশি বিক্রি হয় তাঁদের সমালোচনা। এখন ঘৃণার এক নির্লজ্জ সংস্কৃতি গড়ে উঠেছে। সকলেই মনে করে, ওরা আমাদের কাজ করতে পারত। সেটা ঠিক, কিন্তু অন্তত আমাদের বিচারটা ন্যায্য হওয়া উচিত।”চেহারা নিয়ে মন্তব্যের বিষয়ে পলক যোগ করেন, “ত্রুটির জন্য লজ্জা দেয়, আবার কেউ তা ঠিক করতে গেলেও তাতে কটাক্ষ। এ এক দুষ্টচক্র। নাক, চুল, ওজন সবকিছু নিয়েই ট্রোল।”মৌনি আরও বলেন, “লোকজন শুধু গ্ল্যামার দেখে, কিন্তু পরিশ্রমটা নয়। আমি ফিল্মি পরিবার থেকে আসিনি, অডিশন, প্রত্যাখ্যান, কঠিন শিডিউল সবই ছিল। এটা কোনও সহজ যাত্রা নয়।”

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top