কলকাতা – ২০২২ সালের প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা ফের সরব হলেন নিয়োগ নিয়ে। কলকাতা হাই কোর্টের নির্দেশের পরেও দীর্ঘদিন ধরে নিয়োগ না হওয়ায়, শুক্রবার থেকে কলেজ স্কোয়ারে তিন দিনের অবস্থান-বিক্ষোভ কর্মসূচি শুরু করেছেন তাঁরা।১৬ মে থেকে ১৮ মে পর্যন্ত ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলের সামনে সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এই কর্মসূচি। চাকরিপ্রার্থীদের দাবি, অবিলম্বে ৫০ হাজার শূন্যপদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। পাশাপাশি প্রার্থীদের নাম, রোল নম্বর, ক্যাটাগরি ও ট্রেনিং মেথড সহ একটি স্বচ্ছ তালিকা প্রকাশেরও দাবি জানিয়েছেন তাঁরা।অবস্থান বিক্ষোভ কর্মসূচির সূচনা হয়েছে পেহেলগামে নিহত ভারতীয় সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে। চাকরিপ্রার্থীরা কেন্দ্র ও রাজ্য প্রশাসনের নিরবতা এবং শিক্ষাক্ষেত্রে চলা অনিয়মের বিরুদ্ধে একযোগে প্রতিবাদ জানিয়েছেন।
চাকরিপ্রার্থী বিদেশ গাজী বলেন, “২০১৭ সালের পর ২০২২ সালে প্রাথমিক টেট হয়েছিল। আমরা সফল হয়েছি, তবু এখনও নিয়োগের বিজ্ঞপ্তি পাইনি। এটা কি ন্যায়?”অন্য একজন চাকরিপ্রার্থী মোহিত করাতি বলেন, “মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরে এক লক্ষ শূন্যপদ রয়েছে। তাহলে কেন এই বিলম্ব? সরকারের উচিত অবিলম্বে ৫০ হাজার শূন্যপদের বিজ্ঞপ্তি প্রকাশ করা।”
চাকরিপ্রার্থীরা প্রশাসনের দায়িত্বজ্ঞানহীন মনোভাবেরও তীব্র সমালোচনা করেছেন। তাঁরা জানান, তীব্র গরমে পানীয় জলের গাড়ি পাঠানোর জন্য বারবার আবেদন করলেও কোনও সাড়া মেলেনি।চাকরিপ্রার্থী পার্থজিৎ বণিক বলেন, ”সকাল থেকে লিখিত আবেদন করেছি, প্রতিনিধিরাও কর্পোরেশনে গিয়ে কমিশনারের সঙ্গে দেখা করেছেন। তবুও কোনও পানীয় জলের ব্যবস্থা করা হয়নি। চাকরি তো দিচ্ছে না, জল চাইতেও হেনস্থা হতে হচ্ছে!”
