পূর্ব মেদিনীপুর – দিঘা এখন আর কেবল সমুদ্রস্নানের গন্তব্য নয়, বরং ক্রমে পশ্চিমবঙ্গের অন্যতম ধর্মীয় পর্যটনকেন্দ্র হয়ে উঠছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গড়ে ওঠা দিঘার জগন্নাথ ধাম অক্ষয় তৃতীয়ার দিন থেকে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়েছে।মন্দির খোলার পর মাত্র ১৪ দিনেই সেখানে ভক্তদের ঢল নেমেছে, আর তার সঙ্গে সঙ্গে জমেছে বিপুল অঙ্কের প্রণামী। গত মঙ্গলবার ইসকনের তত্ত্বাবধানে খোলা প্রণামী বাক্সে উঠে এসেছে প্রায় ১০ লক্ষ টাকার হিসাব।মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, এই বিপুল অঙ্কের প্রণামী একদিকে যেমন দর্শনার্থীদের উৎসাহের প্রতিফলন, অন্যদিকে তেমনই এটাও প্রমাণ করে যে দিঘা এখন ধর্মীয় বিশ্বাসের এক নতুন কেন্দ্রবিন্দু হয়ে উঠছে।ইসকনকে দায়িত্বভার দেওয়ার পর থেকেই মন্দির পরিচালনা ও নিরাপত্তা ব্যবস্থা অনেক উন্নত হয়েছে। আপাতত একটি মাত্র প্রণামী বাক্স থাকলেও, ভিড় ও অর্থের পরিমাণ দেখে কর্তৃপক্ষ আরও কয়েকটি প্রণামী বাক্স বসানোর পরিকল্পনা করেছে।প্রতিদিনই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ আসছেন দিঘার নতুন এই জগন্নাথ ধামে দর্শন ও প্রার্থনা করতে। মন্দির কর্তৃপক্ষ আশাবাদী, আগামী মঙ্গলবার প্রণামী বাক্স
