ভাইরাল – ব্রাজিলের একটি জঙ্গলে নির্মাণকাজ চলাকালীন মাটি খোঁড়ার সময় হঠাৎই বেরিয়ে এল এক বিশালাকার অজগর। জেসিবির বালতির মতো অংশে আটকে যায় দৈত্যাকার সাপটি। মুহূর্তের মধ্যে ছটফট করতে থাকে। গোটা ঘটনাটি ক্যামেরাবন্দি হয়ে যায় এবং সেই শিউরে ওঠা দৃশ্যের ভিডিয়ো প্রকাশ্যে আসতেই রীতিমতো চাঞ্চল্য ছড়ায় নেটমাধ্যমে।ভিডিয়োটি সম্প্রতি ভাইরাল হয়েছে ‘Right Singh’ নামক এক্স (টুইটার) হ্যান্ডল থেকে। সেখানে দাবি করা হয়েছে, সাপটির দৈর্ঘ্য ৩৪ ফুট এবং ওজন প্রায় ৪৫০ কেজি। ঘটনাস্থল হিসেবে উল্লেখ করা হয়েছে ব্রাজিলের একটি জঙ্গলসংলগ্ন নির্মাণ এলাকা। যদিও ঠিক কোন দিনে এই ঘটনা ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়।ভিডিয়োতে দেখা যাচ্ছে, জেসিবি দিয়ে মাটি খোঁড়ার সময় হঠাৎই উঠে আসে দৈত্যাকার এক সাপ। মেশিনের সঙ্গে জড়িয়ে সে ছটফট করতে থাকে। বহু মানুষ সেই দৃশ্য দেখে শিহরিত হয়েছেন। কয়েক সেকেন্ডের ওই ভিডিয়োতেই ধরা পড়ে সাপটির বিশালতা ও শক্তি।যদিও প্রথমে এক্স পোস্টে বলা হয় এটি একটি অ্যানাকোন্ডা, পরবর্তীতে অনেক বিশেষজ্ঞ দাবি করেন, এটি আসলে একটি রেটিকুলেটেড পাইথন। এই প্রজাতির সাপ দৈর্ঘ্যে বিশ্বের মধ্যে অন্যতম বড় এবং সাধারণত দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় দেখা যায়।
