উত্তর 24 পরগণা – বছরখানেক ধরে ব্যারাকপুরে আত্মীয়র বাড়িতে লুকিয়ে ছিল তিন বাংলাদেশি নাগরিক। অবশেষে রবিবার, স্থানীয় বাসিন্দাদের সন্দেহের ভিত্তিতে পুলিশের হস্তক্ষেপে রহড়া থানা এলাকা থেকে তাঁদের আটক করা হয়। ধৃতদের নাম মেহেন্দি হাসান, মজনু গাজী ও মহা কমল শেখ। তিনজনেই বাংলাদেশের খুলনা জেলার বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁরা চোরাপথে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেছিলেন এবং অবৈধভাবে আত্মীয়ের বাড়িতে বসবাস করছিলেন। তাঁদের কাছ থেকে একাধিক ভুয়া ও গোপন নথিপত্র উদ্ধার হয়েছে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা জানিয়েছে, তাঁদের মূল পরিকল্পনা ছিল কয়েকদিন ভারতে থেকে আবার চোরাপথেই বাংলাদেশে ফিরে যাওয়া। কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ অস্থিরতা, সেনা অভ্যুত্থান এবং প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের খবরে তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন এবং আর দেশে ফিরতে চাননি।এই অবস্থায় তাঁরা আত্মগোপনে চলে যান এবং ভুয়া কাগজপত্র তৈরি করে ভারতে দীর্ঘদিন বসবাস করতে থাকেন। তবে রবিবার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে। একইসঙ্গে যাঁদের বাড়িতে তাঁরা ছিলেন, সেই পরিবারের সদস্যদেরও আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।পুলিশ জানিয়েছে, ধৃতদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে এবং গোটা ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।
