বিহার – সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি অশ্লীল ভিডিও দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে। ভিডিওতে দেখা যায়, এক তরুণী এক বৃদ্ধের সঙ্গে প্রকাশ্যে অশালীন আচরণ করছেন, যা দেখে হতবাক হয়ে গিয়েছেন নেটিজেনরা। এই ভিডিওর সূত্র ধরেই সামনে আসে এক আন্তর্জাতিক পর্নচক্রের কার্যকলাপ।তদন্তে উঠে আসে, উত্তরপ্রদেশের ললিতপুরের এক তরুণী ও বিহারের বৈশালীর এক যুবক মিলে গড়ে তুলেছেন একটি সুপরিকল্পিত পর্ন ব্যবসা। জানা গেছে, এই যুগল চাকরি ছেড়ে বিলাসবহুল জীবনযাপনের স্বপ্নে পা রাখেন এই অবৈধ পথে। শুরুতে তারা নিজেরাই অশ্লীল ভিডিও তৈরি করতেন, পরে আরও বেশি মুনাফার আশায় তারা বিদেশে বিশেষ করে সিঙ্গাপুর ও থাইল্যান্ডে গিয়ে ভিডিও নির্মাণ শুরু করেন।এশিয়ার বিভিন্ন দেশ ছাড়াও ভারতের রাজস্থান—বিশেষ করে দৌসা, ভরতপুর এবং জয়সলমীরের তানোট অঞ্চলে স্থানীয় মানুষদের টার্গেট করে একাধিক অশ্লীল ভিডিও রেকর্ড করা হয়েছে বলে জানা গিয়েছে। ভাইরাল হওয়া ভিডিওটি, যেখানে এক বৃদ্ধকে ব্যবহার করে নির্মিত দৃশ্য দেখানো হয়েছে, সেটি তানোট এলাকাতেই ধারণ করা হয়েছিল বলে প্রাথমিক অনুমান।এই ভিডিও প্রকাশ্যে আসতেই রাজ্য ও জাতীয় স্তরে সমালোচনার ঝড় উঠেছে। সামাজিক মাধ্যমে একের পর এক প্রশ্ন উঠছে নৈতিকতা, সামাজিক দায়বদ্ধতা এবং আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের ভূমিকা নিয়ে।ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। শুরু হয়েছে ভিডিওর সূত্র ধরে এই পর্নচক্রের পেছনের লোকজনদের চিহ্নিতকরণ এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া।
পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, “এই ধরনের চক্র শুধু আইন ভাঙে না, সমাজকেও ভেতর থেকে ক্ষতিগ্রস্ত করে। আমরা কঠোর ব্যবস্থা নেব।”
