পুর্ব বর্ধমান – পূর্ব বর্ধমানের স্বনামধন্য শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র কলানবগ্রাম শিক্ষা নিকেতনে ঘটে গেল চাঞ্চল্যকর চুরি। মঙ্গলবার গভীর রাতে প্রতিষ্ঠানটির পু ক্যাম্পাস থেকে কেটে নিয়ে যাওয়া হয় দুইটি মূল্যবান সাদা চন্দন গাছ, যা বহু বছরের পুরোনো ও স্বাধীনতা সংগ্রামী বিজয় ভট্টাচার্যের আমলে রোপণ করা হয়েছিল। এই ঘটনার জেরে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ প্রদীপ কুমার বিশ্বাস জানিয়েছেন, ঘটনাটি ঘটার সময় ক্যাম্পাসে নৈশপ্রহরী এবং আবাসিক শিক্ষার্থীরা উপস্থিত থাকলেও কেউ কিছু টের পাননি। তাঁর অনুমান, দুষ্কৃতীরা সম্ভবত কোনও রাসায়নিক ব্যবহার করে সবাইকে অচেতন করে অপারেশন চালিয়েছে। কাঁটাতারের বেড়া কেটে ভেতরে ঢুকে গাছ দুটি কেটে নিয়ে যায় চোরেরা।পরদিন সকালে ঝাড়ুদার রাজেন্দ্র রাজবংশী প্রথম গাছ কাটা অবস্থায় দেখতে পান এবং সঙ্গে সঙ্গে বিষয়টি অধ্যক্ষকে জানান। খবর পৌঁছায় প্রশাসন ও বন দপ্তরে। পুলিশ ইতিমধ্যেই ‘চন্দন দস্যু’দের খোঁজে তদন্ত শুরু করেছে, তবে এখনও কাউকে গ্রেফতার করা যায়নি।গাছ দুটির মূল অংশ কেটে নেওয়া হয়েছে, যা বেআইনি এবং সংবেদনশীল একটি বিষয় বলেই মনে করছে প্রশাসন। ঘটনার পর শিক্ষা প্রতিষ্ঠানটির নিরাপত্তা ব্যবস্থার উপর প্রশ্ন উঠেছে। কেউ গাছ কাটার শব্দ না শুনতে পাওয়ায়, চুরি কতটা পরিকল্পিত ছিল, তা নিয়েও সন্দেহ দানা বাঁধছে। এলাকাবাসীর দাবি, ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর না ঘটে, তার জন্য নিরাপত্তা ব্যবস্থায় আরও কঠোরতা আনা হোক।




















