স্নাতক অঙ্কন! ঋতুপর্ণা সেনগুপ্তর পুত্র পড়াশোনা করলেন কোথায়?

স্নাতক অঙ্কন! ঋতুপর্ণা সেনগুপ্তর পুত্র পড়াশোনা করলেন কোথায়?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



বিনোদন – ম্যাটিনি কুইন ঋতুপর্ণা সেনগুপ্তকে দেখলে কে বলবে তিনি দুই সন্তানের মা! তাঁর পুত্র অঙ্কন ও কন্যা ঋষণা এখন আর ছোট নেই—দুজনেই ধীরে ধীরে নিজেদের পথ তৈরি করছে। বিশেষ করে ছেলে অঙ্কনের জীবনে এসেছে এক গৌরবময় মুহূর্ত। তিনি সদ্য বস্টন ইউনিভার্সিটি থেকে স্নাতক হয়েছেন। এই অর্জনে উচ্ছ্বসিত গোটা পরিবার।সম্প্রতি পরিচালক রামকমল মুখোপাধ্যায়ের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পারিবারিক ছবি ভাইরাল হয়, যেখানে ঋতুপর্ণা, স্বামী সঞ্জয় চৌধুরী এবং তাঁদের দুই সন্তানকে একসঙ্গে দেখা যায়। ছবির কেন্দ্রবিন্দুতে ছিলেন অঙ্কন, যিনি পরনে ছিলেন স্নাতকের লাল গাউন ও মাথায় কালো টুপি। হাতে ছিল ফুলের তোড়া, পাশে মা ও বোন—আর বাবা সঞ্জয়ের হাতে ধরা ছিল অঙ্কনের স্নাতকের শংসাপত্র।

যদিও ঋতুপর্ণা কর্মসূত্রে মূলত কলকাতায় থাকেন, তাঁর পরিবার থাকে সিঙ্গাপুরে। সময় পেলেই অভিনেত্রী উড়ে যান সিঙ্গাপুরে, পরিবারের সঙ্গে সময় কাটাতে। দুই সন্তানই সিঙ্গাপুরেই পড়াশোনা করেছে। হায়ার সেকেন্ডারি পরীক্ষার পর অঙ্কন উচ্চশিক্ষার জন্য পাড়ি দেন মার্কিন যুক্তরাষ্ট্রে, গন্তব্য—বস্টন ইউনিভার্সিটি।অঙ্কন এখন মায়ের থেকেও লম্বা, সুদর্শন ও আত্মবিশ্বাসী। যদিও ঋতুপর্ণা তাঁর সন্তানদের খুব একটা সোশ্যাল মিডিয়ায় আনেন না, তবুও এখন তিনি মাঝে মাঝে ছেলেকে নিয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছেন—চলচ্চিত্র অনুষ্ঠানে, সহকর্মীদের বাড়িতে কিংবা প্রখ্যাত ব্যক্তিত্বদের নিমন্ত্রণে। কিছুদিন আগেই দেখা গিয়েছিল তাঁকে ছেলে অঙ্কনকে নিয়ে কাঞ্চন মল্লিক ও শ্রীময়ীর বাড়িতে। এমনকি সুচিত্রা সেনের বাড়িতেও নিয়ে গিয়েছিলেন ছেলেকে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top