১৯ জুন কালীগঞ্জে উপনির্বাচন, প্রয়াত নাসিরুদ্দিন আহমেদের আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

১৯ জুন কালীগঞ্জে উপনির্বাচন, প্রয়াত নাসিরুদ্দিন আহমেদের আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram




নদীয়া – পশ্চিমবঙ্গের নদীয়ার কালীগঞ্জ বিধানসভা আসনে আগামী ১৯ জুন অনুষ্ঠিত হতে চলেছে উপনির্বাচন। জনপ্রিয় বিধায়ক নাসিরুদ্দিন আহমেদের মৃত্যুর পর শূন্য হয়ে পড়া এই আসনে ভোটের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে করোনাজনিত অসুস্থতার কারণে ৭০ বছর বয়সে প্রয়াত হন নাসিরুদ্দিন আহমেদ।নির্বাচনী নিয়ম অনুযায়ী, কোনও আসন শূন্য হলে ৬ মাসের মধ্যে উপনির্বাচন করাতে হয়। সেই অনুযায়ী, ৩১ জুলাইয়ের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে। এই প্রক্রিয়ার অঙ্গ হিসেবে ১৯ জুন উপনির্বাচনের দিন ধার্য করা হয়েছে।



কালীগঞ্জের পাশাপাশি ওইদিনই উপনির্বাচন হবে গুজরাটের কাঁদি ও ভিসাভাদার, কেরলের নীলাম্বর এবং পাঞ্জাবের লুধিয়ানা পশ্চিমে। ভোটগ্রহণের চারদিন পর, ২৩ জুন প্রকাশিত হবে ফলাফল।রাজ্য রাজনীতিতে কালীগঞ্জের এই উপনির্বাচনকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। প্রাক্তন বিধায়কের প্রয়াণের পর থেকেই এলাকায় রাজনৈতিক উত্তেজনা বেড়ে চলেছে। এমন পরিস্থিতিতে এই ভোট হাড্ডাহাড্ডি লড়াইয়ে পরিণত হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।বিশেষ করে রাজ্যের আগামী বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে এই উপনির্বাচনের ফলাফল রাজনৈতিক গতিপথ নির্ধারণে বড় ভূমিকা নিতে পারে। তাই ১৯ জুনের এই ভোট শুধু একটিমাত্র আসনের নির্বাচন নয়, বরং রাজ্যের রাজনৈতিক মানচিত্রে এক নতুন মোড়ের দিশা দিতেও পারে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top