আগাম বর্ষায় হিমাচলে বিপর্যয়, কুলুতে হড়পা বানে ভেসে গেল গাড়ির সারি

আগাম বর্ষায় হিমাচলে বিপর্যয়, কুলুতে হড়পা বানে ভেসে গেল গাড়ির সারি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram




উত্তরবঙ্গ- হিমাচল প্রদেশে ১৬ বছর পর প্রথমবার আগাম বর্ষা এতটা তীব্র রূপ নিয়ে হাজির হয়েছে যে, ২০২৫ সালের ২৪ মে-র রাতেই কুলু জেলায় সৃষ্টি হয়েছে ভয়াবহ হড়পা বান। আকস্মিক এই বন্যায় প্রায় ২০-২৫টি গাড়ি ভেসে গেছে বলে জানা গিয়েছে। নির্মন্দের কাছে এই দুর্যোগে প্রাণহানি না হলেও সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাপক।সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট মনমোহন সিং জানিয়েছেন, পরিস্থিতি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। নদীর জোয়ার এবং প্রবল স্রোত অব্যাহত থাকায় বিপদের আশঙ্কা থেকে যাচ্ছে।


এই দুর্যোগ কেবল কুলুতেই সীমাবদ্ধ নয়। রামপুর থেকে কিন্নৌর পর্যন্ত একাধিক এলাকায় পাহাড়ি ধসের কারণে জাতীয় মহাসড়ক ৫ সহ বহু গুরুত্বপূর্ণ সড়ক সম্পূর্ণভাবে অবরুদ্ধ হয়ে পড়েছে। শতদ্রু নদীর জল বিপদসীমা অতিক্রম করায় নতুন করে বিপদের আশঙ্কা তৈরি হয়েছে।
ভারতীয় মৌসম বিভাগ জানিয়েছে, আগামী ছয় দিন হিমাচল প্রদেশ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি এবং দমকা হাওয়া চলতে পারে। আগাম বর্ষার এই আগমনে পাহাড়ি এলাকায় প্রাকৃতিক বিপর্যয়ের সম্ভাবনা বেড়েছে বহুগুণ।প্রশাসন ও উদ্ধারকারী দলগুলো সতর্ক থাকলেও এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। হঠাৎ প্রকৃতির এমন রোষ সামাল দিতে প্রশাসনকে যেমন দ্রুত পদক্ষেপ নিতে হবে, তেমনি স্থানীয় বাসিন্দাদেরও অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে কর্তৃপক্ষ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top