মুর্শিদাবাদ – ভগবানগোলার ওলাপুর এলাকায় মহিলাদের উত্ত্যক্ত করার অভিযোগে এক যুবককে গাছে বেঁধে রাখার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, আসগার আলী নামে ওই যুবক দীর্ঘদিন ধরে যুবতী মহিলাদের উদ্দেশ্যে অশালীন আচরণ করছিল। বিষয়টি তার পরিবারের সদস্যদের জানানো হলেও তারা কোনও কার্যকর পদক্ষেপ নেননি বলে দাবি স্থানীয়দের।অবশেষে সোমবার ক্ষুব্ধ গ্রামবাসীরা ওই যুবককে ধরে গাছে বেঁধে রাখে। ঘটনাটি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ভগবানগোলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং ওই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। বর্তমানে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
