ভাইরাল – বিয়ের পর শ্বশুরবাড়ির পথে পা বাড়িয়েছেন এক তরুণী। বিদায়ের সেই মুহূর্তে কান্নায় ভেঙে পড়েছেন তিনি, ভেঙেছেন তাঁর মা ও আত্মীয়রাও। কিন্তু এই আবেগঘন দৃশ্যের কেন্দ্রে উঠে এসেছে এক অনন্য সম্পর্ক—তরুণীর ও তাঁর প্রিয় পোষ্য কুকুরের।
ভাইরাল হওয়া এক ভিডিয়োতে দেখা যাচ্ছে, তরুণী বিদায়ের সময় মাকে জড়িয়ে ধরে অশ্রুসজল। সে সময় এক কোণে চুপ করে দাঁড়িয়ে ছিল তাঁদের পোষ্য কুকুরটি। কিছুক্ষণ পরে সে ছুটে আসে তরুণীর পায়ের কাছে। বারবার পায়ের কাছে ঘেঁষে দাঁড়িয়ে, শুয়ে পড়ে, যেন সে বলতে চাইছে—‘আমায় ছেড়ে যেয়ো না’। একাধিকবার সরিয়ে দিলেও বারবার ফিরে আসে সে। সেই দৃশ্য দেখে আবেগে ভেসেছেন নেটিজেনরা।
এই মনকেমন করা ভিডিয়োটি এক্স (পূর্বে টুইটার)-এ ‘রাজেশ মিশ্র’ নামের একটি হ্যান্ডল থেকে শেয়ার করা হয়েছে। ঘটনাটি কোথায় এবং ঠিক কবে হয়েছে তা জানা না গেলেও, ভিডিয়োর আবেগ ছুঁয়ে গেছে লক্ষাধিক দর্শকের হৃদয়। প্রচুর লাইক, শেয়ার ও কমেন্টে ভরে উঠেছে পোস্টটি।
অনেকে লিখেছেন, “এই কারণেই কুকুরকে বলা হয় সবচেয়ে বিশ্বস্ত বন্ধু।” কেউ বলেছেন, “মনটা কেমন যেন হালকা করে দিল এই দৃশ্য।” অনেকেই নিজেদের পোষ্যের সঙ্গে মেলাতে পেরেছেন মুহূর্তটি।
এই ভিডিয়ো যেন প্রমাণ করে দিল—ভাষা না থাকলেও অনুভূতির প্রকাশে প্রাণীদের হৃদয় অনেক বেশি গভীর, নিঃস্বার্থ এবং প্রগাঢ়। বিদায়ের মুহূর্তে এমন এক ছোট্ট পোষ্যের ভালবাসা যেন এক জীবনের সম্পদ হয়ে রইল তরুণীর জন্য।
