ভাইরাল – সেতু, রেল ইঞ্জিন, পুকুর চুরির পর এবার রেহাই পেল না সদ্য নির্মিত রাস্তা! সমাজমাধ্যমে ভাইরাল এক ভিডিয়োতে দেখা যাচ্ছে, নতুন তৈরি রাস্তার পিচ খুবলে তা বাড়ি নিয়ে যাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঠিক কোথায় ঘটেছে তা নির্দিষ্ট না হলেও, নেটিজেনদের একাংশের ধারণা, এটি বিহারেরই ঘটনা।
ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে, নবনির্মিত রাস্তায় জড়ো হয়েছেন বেশ কয়েকজন বাসিন্দা। একজন ইট দিয়ে রাস্তায় খোঁড়াখুঁড়ি করছেন, তো আরেকজন কোদাল দিয়ে সদ্য পিচ ফেলা রাস্তাটি কেটে কেটে তুলে নিচ্ছেন। সেই পিচ ভরে রাখা হচ্ছে বড় বড় গামলায়, আর সাইকেলে চাপিয়ে প্রকাশ্যে তা নিয়ে যাওয়া হচ্ছে বাড়ির উদ্দেশে। ঘটনাটি দেখে হতবাক নেটদুনিয়া, হাস্যরসের পাশাপাশি উঠছে প্রশ্ন—এও কি সম্ভব?
এই ঘটনার পর সমাজমাধ্যমে অনেকেই বিহারের পুরনো নজিরগুলো মনে করিয়ে দিয়েছেন। ২০২২ সালের নভেম্বরে বেগুসরাইয়ে রেল ইঞ্জিন চুরি ও রোহতাসে ৬০ ফুটের সেতু চুরির ঘটনাও উঠে এসেছে আলোচনায়। এমনকি, জেহানাবাদে আংশিকভাবে নির্মিত একটি ৩ কিমি রাস্তার উপকরণও গ্রামবাসীরা তুলে নিয়ে গিয়েছিলেন, এমন অভিযোগ রয়েছে।
‘বলিটক্স’ নামের এক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে প্রকাশিত এই ভিডিয়ো ইতিমধ্যেই ২ লক্ষ ২০ হাজারের বেশি লাইক পেয়েছে এবং হাজার হাজার মানুষ মন্তব্য করে নিজেদের প্রতিক্রিয়া জানাচ্ছেন। কেউ লিখেছেন, “বিহার কখনও বদলাবে না।”
