হুগলি নদী থেকে অজ্ঞাতপরিচয় গৃহবধূর দেহ উদ্ধার, ডায়মন্ড হারবারে চাঞ্চল্য

হুগলি নদী থেকে অজ্ঞাতপরিচয় গৃহবধূর দেহ উদ্ধার, ডায়মন্ড হারবারে চাঞ্চল্য

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



দক্ষিণ ২৪ পরগনা – দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে হুগলি নদী থেকে অজ্ঞাতপরিচয় এক গৃহবধূর দেহ উদ্ধারকে কেন্দ্র করে বুধবার দুপুরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের চোখে পড়ে নদীতে ভেসে থাকা দেহটি, যা দেখে তাঁরা তাৎক্ষণিকভাবে উদ্ধারে ঝাঁপিয়ে পড়েন।

ঘটনাটি ঘটে মুক্তাঙ্গনের কাছাকাছি হুগলি নদীর ঘাটে। প্রত্যক্ষদর্শী কয়েকজন যুবক জানান, তাঁরা প্রতিদিনের মতো আড্ডা মারছিলেন, সেই সময়ই নদীতে একটি নারীর দেহ ভেসে থাকতে দেখেন। তাঁরা সঙ্গে সঙ্গে জল থেকে ওই মহিলাকে টেনে তুলতে চেষ্টা করেন এবং পুলিশ ও দমকলকে খবর দেন।

খবর পেয়ে ডায়মন্ড হারবার থানার পুলিশ এবং দমকলকর্মীরা ঘটনাস্থলে এসে দেহটি উদ্ধার করে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা ওই গৃহবধূকে মৃত বলে ঘোষণা করেন।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ দেহের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে। একই সঙ্গে মৃত্যুর প্রকৃতি—আত্মহত্যা না কি অন্য কোনও রহস্যজনক কারণ রয়েছে—তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ সূত্রে খবর, অজ্ঞাতপরিচয় এই মহিলার বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর। ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে প্রশাসন। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটনের দাবি জানিয়েছেন। গৃহবধূর মৃত্যু ঘিরে নানা প্রশ্ন এবং জল্পনা ঘনিয়ে উঠেছে এলাকায়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top