দক্ষিণ ২৪ পরগনা- উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার সীমান্তবর্তী এলাকা থেকে শুরু করে সুন্দরবনের হিঙ্গলগঞ্জ, সন্দেশখালি, মিনাখা, হাড়োয়া এবং হাসনাবাদ সহ দশটি ব্লকে প্রশাসনিক তৎপরতা বেড়েছে। মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করেছে। এর ফলে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলিতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
বসিরহাট মহকুমা শাসকের দপ্তরে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং বিভিন্ন প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে যোগাযোগ রাখা হচ্ছে। মহকুমা শাসক আশীষ কুমার সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছেন। দুর্বল নদীবাঁধগুলিতে জোরদার নজরদারি চালানো হচ্ছে এবং মাইকিং করে মানুষকে সতর্ক করা হচ্ছে।
উপকূলবর্তী এলাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। হিঙ্গলগঞ্জের বিডিও দেবদাস গাঙ্গুলী জানান, রাজ্য বিপর্যয় মোকাবিলা দল, সেচ দপ্তর, স্বাস্থ্য দপ্তর, বিদ্যুৎ দপ্তর সহ সব জরুরি পরিষেবাদানকারী সংস্থাকে আগাম সতর্ক করে নির্দেশিকা পাঠানো হয়েছে।
সতর্কতা ও প্রস্তুতির অংশ হিসেবে প্রতিটি প্রশাসনিক দপ্তরে নজরদারি বাড়ানো হয়েছে যাতে প্রাকৃতিক দুর্যোগের সময় দ্রুত ব্যবস্থা গ্রহণ করা যায়।
