কলকাতা – আজ সকাল ৯টা নাগাদ ছয়জন চাকরি হারা শিক্ষিকা কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির উদ্দেশ্যে পৌঁছালে, তাদের কালীঘাট থানার পুলিশ আধিকারিকরা আটক করে থানায় নিয়ে যান। মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে মাত্র ১০০ মিটার দূরে আটক করা হয় ওই শিক্ষিকাদের। তাদের লক্ষ্য ছিল মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি দেখা করে নিজেদের দাবিদাওয়া তুলে ধরা।
শিক্ষিকাদের প্রধান দাবিগুলি হলো:
পুনরায় পরীক্ষা ছাড়াই, আইনিভাবে তাদের পুরোনো চাকরিতে পুনর্বহাল করতে হবে।
নতুন করে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের আগে, চাকরিহারা প্রার্থীদের সঙ্গে আলোচনা করতে হবে।
আটক হওয়া ছয়জন চাকরি হারা শিক্ষিকার নাম:
1. সঙ্গীতা সাহা
2. রূপা কর্মকার
3. স্মার্টি রায়
4. নুর আমিনা গুলশান
5. শিলপি চক্রবর্তী
6. সাহানি নাজনীন
এই ঘটনাকে ঘিরে কালীঘাট এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়ায়। আন্দোলনকারী শিক্ষিকাদের মতে, তারা আইনত নিয়োগপ্রাপ্ত ছিলেন এবং অন্যায়ভাবে চাকরি কেড়ে নেওয়া হয়েছে।
