পূর্ব মেদিনীপুর – পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার স্টেশনে সোমবার সকাল থেকে দেখা গেল যাত্রীদের বিক্ষোভ। অভিযোগ, টিকিট কেটেও তাঁরা নির্ধারিত দিঘাগামী ট্রেনে উঠতে পারেননি।
ঘটনার সূত্রপাত সকাল ৯টা ১৫-র দিঘাগামী লোকাল ট্রেন ঘিরে। যাত্রীদের অভিযোগ, ট্রেনটি স্টেশনে প্রবেশ করে সম্পূর্ণ যাত্রী বোঝাই অবস্থায়। ফলে বহু যাত্রী, যাঁরা আগেভাগেই টিকিট কেটেছিলেন, তাঁরা ট্রেনে উঠতে পারেননি।
হতাশ ও ক্ষুব্ধ যাত্রীরা এরপর স্টেশন চত্বরে বিক্ষোভে সামিল হন। তাঁদের প্রশ্ন, “টিকিট না কাটলে জরিমানা করা হয়, কিন্তু টিকিট কাটার পর যদি ট্রেনেই উঠতে না পারি, তাহলে দায় কার?” বিক্ষুব্ধ যাত্রীদের দাবি, হয় তাঁদের টাকা ফেরত দিতে হবে, না হয় অন্য ট্রেন বা বিকল্প মাধ্যমে গন্তব্যস্থলে পৌঁছনোর ব্যবস্থা করতে হবে।
দীর্ঘ দেড় ঘণ্টা ধরে চলা বিক্ষোভের জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ। শেষমেশ দুপুর ১২টা নাগাদ একটি বিকল্প ট্রেনের ব্যবস্থা করা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এই ঘটনার পর রেল পরিষেবা ও যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ। তাঁদের মতে, শুধু জরিমানা নয়, যাত্রী সেবার ক্ষেত্রেও রেলের উচিত আরও দায়িত্বশীল হওয়া।
