বিনোদন – জামাইষষ্ঠীর দিনেই সুখবর! পুত্রসন্তানের জন্ম দিলেন পিয়া চক্রবর্তী, বাবা হলেন টলিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। রবিবার, কলকাতার একটি বেসরকারি হাসপাতালে সন্তান জন্ম দেন পিয়া। বর্তমানে মা ও সন্তান দু’জনেই সুস্থ রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।
সুখবরটি প্রথম ভাগ করে নেন সমাজকর্মী রত্নাবলী রায়, যিনি পিয়া ও পরমব্রতের পারিবারিক বন্ধু। এরপর ধীরে ধীরে আনন্দের খবর ছড়িয়ে পড়ে টলিপাড়া জুড়ে। শুভেচ্ছা জানাতে শুরু করেন সহকর্মী ও অনুরাগীরা।
চলতি মাসেই ছিল পিয়ার ডেলিভারির সম্ভাব্য সময়। ধারণা ছিল জুনের মাঝামাঝি কিংবা শেষের দিকে আসতে পারে নতুন অতিথি। কিন্তু প্রত্যাশার আগেই জুনের প্রথম দিনেই পুত্রসন্তান জন্ম নিল পরম-পিয়ার পরিবারে।
বিশেষভাবে উল্লেখযোগ্য, এই মাসেই জন্মদিন অভিনেতা পরমব্রতেরও। ফলে বাবা ও ছেলের জন্মমাস এখন এক। চলতি বছরের ১৪ ফেব্রুয়ারির পরদিনই পিয়া ও পরম তাঁদের সন্তান আসার কথা জানিয়েছিলেন। সেই থেকেই শুরু হয়েছিল অপেক্ষার প্রহর।
গত মাস থেকেই পিয়া মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন এবং ঘরেই কাটাচ্ছিলেন নির্ভার সময়। নিজের পছন্দের খাবার ও আরামদায়ক পরিবেশে তিনি উপভোগ করছিলেন অন্তঃসত্ত্বা হওয়ার অভিজ্ঞতা। পরমব্রতও কিছুদিনের জন্য কাজ থেকে বিরতি নিয়ে স্ত্রী ও অনাগত সন্তানের সঙ্গে সময় কাটাচ্ছিলেন।
কিছু মাস আগেই তাঁরা গোয়াতে বেবিমুন কাটিয়ে আসেন। টলিউডের অন্যান্য ইভেন্ট, যেমন “কিলবিল সোসাইটি”–র প্রিমিয়ারে একসঙ্গে দেখা গিয়েছিল তাঁদের। ২০২৩ সালের নভেম্বরে আচমকাই রেজিস্ট্রি ম্যারেজ করেন পরমব্রত ও পিয়া। পরে করেন ঘরোয়া রিসেপশন।
বিয়ের পর নানা সমালোচনার মুখে পড়েন পিয়া, বিশেষ করে গায়ক অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী হওয়ায় তাঁকে ব্যক্তিগত জীবন নিয়ে কটাক্ষ করা হয়। এমনকি তাঁর সন্তানের বিষয়ে ভুল তথ্যও ছড়ায়। তবে একটি সাক্ষাৎকারে পিয়া স্পষ্ট জানান, তাঁর কোনও সন্তান ছিল না, এবং এবারই প্রথমবার তিনি মা হলেন।
নতুন অতিথিকে ঘিরে ইতিমধ্যেই নানা পরিকল্পনা শুরু হয়েছে পিয়া ও পরমব্রতের। নতুন জীবনপর্বে তাঁদের শুভেচ্ছা জানাচ্ছেন টলিপাড়ার তারকারা।
