জলপাইগুড়ি – জলপাইগুড়ির মালবাজার থানার ওদলাবাড়িতে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বিশ্বস্ত সূত্রের ভিত্তিতে সোমবার অভিযান চালিয়ে পুলিশ গ্রেফতার করে মহম্মদ পারভেজ ও সুখবিন্দর বিশ্বকর্মা নামে দুই যুবককে।
জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্যের সূত্রে পুলিশ পৌঁছায় সুখবিন্দরের বাড়িতে। সেখান থেকেই উদ্ধার হয় একটি সেভেন এম.এম. পিস্তল, দুটি ম্যাগজিন, একটি হোলস্টার এবং দুই রাউন্ড তাজা কার্তুজ। ঘটনাস্থল থেকেই বাজেয়াপ্ত করা হয় আগ্নেয়াস্ত্রগুলি।
পুলিশ সূত্রে খবর, ধৃতদের জিজ্ঞাসাবাদে উঠে আসতে পারে কোনো বড়সড় অপরাধ চক্রের নাম। জলপাইগুড়ির পুলিশ সুপার উমেশ খাণ্ডবাহালে জানিয়েছেন, ধৃতদের আরও গভীর জিজ্ঞাসাবাদের জন্য আদালতে দশদিনের পুলিশ হেফাজতের আবেদন করা হয়েছে।
প্রশ্ন উঠছে, কী উদ্দেশ্যে এই আগ্নেয়াস্ত্র মজুত রেখেছিল ধৃতরা? কোথা থেকে এল এই অস্ত্র? কোনো বড় দুস্কৃতি চক্রের সঙ্গে কি জড়িত তারা? এই সব দিকই এখন তদন্তের আওতায় আনছে পুলিশ।
এদিন ধৃতদের জলপাইগুড়ি আদালতে তোলা হয়েছে। তদন্তে সহযোগিতার জন্য অন্যান্য বিভাগের সঙ্গেও সমন্বয় করছে মালবাজার থানার পুলিশ। এই ঘটনায় স্থানীয় মহলে ছড়িয়েছে তীব্র উদ্বেগ।
