দক্ষিণ 24 পরগণা – সোমবার সকালে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার থানার অন্তর্গত ১১৭ নম্বর জাতীয় সড়কের কানপুর এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুঁড়িয়ে গেল একটি টোটো। মুখোমুখি সংঘর্ষ হয় একটি যাত্রীবোঝাই বাস ও একটি মাছ বোঝাই টোটোর মধ্যে। ঘটনায় গুরুতর আহত হয়েছেন টোটো চালক। এছাড়া বাসের একাধিক যাত্রী আঘাত পান, যদিও তাঁদের আঘাত তুলনামূলকভাবে সামান্য।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রায়দিঘি থেকে ডায়মন্ড হারবারগামী একটি এম-টেন বাস যখন কানপুর এলাকায় পৌঁছায়, সেই সময় উল্টো দিক থেকে আসা একটি মাছবোঝাই টোটোকে রাস্তা দেওয়ার চেষ্টা করে নিয়ন্ত্রণ হারায়। বাসটি গার্ডওয়ালে ধাক্কা মেরে সোজা গিয়ে সজোরে ধাক্কা মারে টোটোটিকে।
দুর্ঘটনার মুহূর্তে টোটোতে থাকা যাত্রীরা ঝুঁকি বুঝে লাফিয়ে প্রাণে রক্ষা পান। চালকও লাফিয়ে পড়ায় প্রাণে বাঁচলেও গুরুতর জখম হন তিনি। বাসের ধাক্কায় সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায় টোটোটি।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় বাসিন্দারা। তাঁরা আহত যাত্রীদের উদ্ধার করে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর বাসযাত্রীদের ছেড়ে দেওয়া হলেও টোটো চালককে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
ঘটনার খবর পেয়ে ডায়মন্ড হারবার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে বাসচালক পলাতক, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
