উত্তর দিনাজপুর – মাঝে কিছুদিন বিরতির পর রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে অশিক্ষক কর্মীদের অসন্তোষ ফের প্রকাশ্যে। সাসপেন্ড হওয়া অশিক্ষক কর্মী তপন নাগের দ্রুত প্রত্যাবর্তন, দুর্নীতির তদন্ত, কর্মীদের ভয় দেখানো-সহ একাধিক অভিযোগকে কেন্দ্র করে ফের অবস্থান বিক্ষোভে বসার সিদ্ধান্ত নিয়েছে সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতি।
সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের ঘরের সামনে বিক্ষোভ দেখিয়ে এবং স্মারকলিপি জমা দিয়ে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন কর্মীরা। সংগঠনের তরফে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত না করেই তাঁরা মঙ্গলবার থেকে লাগাতার আন্দোলন চালিয়ে যাবেন।
এই পরিস্থিতিতে উপাচার্য দীপক কুমার রায়ের মন্তব্য, “বিশ্ববিদ্যালয়কে কালো তালিকাভুক্ত করতে চাইলে আমি একা কীভাবে রক্ষা করব? আমরা চাই প্রতিষ্ঠান নিয়ম মেনে চলুক।” তিনি আরও জানান, তপন নাগের সাসপেনশনের বিষয়ে তদন্ত কমিটি কাজ করছে এবং বিষয়টি নিয়ম মেনেই এগোচ্ছে।
অন্যদিকে, সংগঠনের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের পর্যবেক্ষক বিজয় দাস অভিযোগ করেছেন, “১০ মাস ধরে বিভিন্ন সমস্যা নিয়ে আমরা আন্দোলন চালাচ্ছি। কিন্তু উপাচার্য কেবল সময়ক্ষেপণ করছেন। আমাদের নেতা তপন নাগকে অন্যায়ভাবে বিশ্ববিদ্যালয়ের বাইরে রাখা হয়েছে।”
স্মারকলিপিতে দাবি করা হয়েছে, কোনও কমিটি গঠন বা এগজিকিউটিভ কমিটির অনুমোদন ছাড়াই তপন নাগের সাসপেনশন প্রত্যাহার করতে হবে। নিরাপত্তা এজেন্সির টেন্ডার বাতিল সহ অন্যান্য দাবিও সেখানে উল্লেখ করা হয়েছে।
