মালদা – মালদহ জেলায় চালু হয়েছে ৬৫০টি ‘সক্ষম’ অঙ্গনওয়াড়ি সেন্টার। এলইডি টিভিতে কার্টুন ও ভিডিওর মাধ্যমে শেখানো হচ্ছে বাংলা ও ইংরেজি বর্ণমালা। থাকছে ছাতুর লাড্ডু, পুষ্টিকর মধ্যাহ্নভোজ এবং পরিস্রুত পানীয় জল। জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, এই উদ্যোগে ৯০ শতাংশ শিশু এখন নিয়মিতভাবে অঙ্গনওয়াড়ি সেন্টারে আসছে।
জেলাশাসক নীতিন সিঙ্ঘানিয়া জানান, নারী ও শিশু কল্যাণ দপ্তরের সহযোগিতায় এই সেন্টারগুলি শিশুদের পুষ্টি ও প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বড় ভূমিকা রাখছে। আগে যেখানে অনুপস্থিতির হার ছিল বেশি, এখন সেখানে শিশুদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
মালদহে মোট ৫,৭২৩টি অঙ্গনওয়াড়ি সেন্টারের মধ্যে ৬৫০টি ‘সক্ষম’ হিসাবে নির্বাচিত হয়েছে। প্রতিটি সেন্টারের জন্য বরাদ্দ হয়েছে ₹৭৫,০০০ করে, যার সাহায্যে কেনা হয়েছে এলইডি স্ক্রিন ও ওয়াটার পিউরিফায়ার। আরও ₹৩৯,০০০ ব্যবহার করা হয়েছে সেন্টারের সংস্কারের জন্য।
বিদ্যুৎ সংযোগ না-থাকা বহু সেন্টারে নতুন করে সংযোগও দেওয়া হয়েছে। আগে মায়েরা শিশুদের খাবার নিয়ে যেতেন বাড়িতে, এখন শিশু নিজের হাতে খাবার খাচ্ছে সেন্টারে বসেই (‘স্পট ফিডিং’)। এতে শিশুদের পুষ্টিগত উন্নতি স্পষ্টভাবে ধরা পড়ছে।
বিভিন্ন ব্লকে সেন্টারের সংখ্যাও উল্লেখযোগ্য। যেমন, চাঁচল-১ ব্লকে ৮২টি, হবিবপুরে ৮০টি, বামনগোলায় ৭৫টি, গাজোলে ৫৭টি, ইংলিশবাজারের গ্রামাঞ্চলে ৪৫টি এবং আরও অন্যান্য ব্লকে বিভিন্ন সংখ্যায় সক্ষম কেন্দ্র চালু হয়েছে। প্রশাসন জানিয়েছে, ভবিষ্যতে এই সংখ্যা আরও বাড়ানো হবে।
