মুক ও বধির বধূর রহস্যমৃত্যু, শ্বশুরবাড়ির চারজন গ্রেপ্তার

মুক ও বধির বধূর রহস্যমৃত্যু, শ্বশুরবাড়ির চারজন গ্রেপ্তার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



দক্ষিন 24 পরগণা – পাথরপ্রতিমার গোবর্ধনপুর কোস্টাল থানার ইন্দ্রপুর এলাকায় এক মুক ও বধির গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম শঙ্করী সেন শিট। শনিবার তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের তরফে অভিযোগ, শ্বশুরবাড়ির লোকেরা তাঁকে খুন করে ঝুলিয়ে দিয়েছে।

পুলিস জানায়, বছর পাঁচেক আগে শঙ্করীর বিয়ে হয় অভিজিৎ শিটের সঙ্গে। তাঁদের একটি কন্যাসন্তান ছিল, যার মৃত্যু হয় জলে ডুবে। সেই ঘটনার পর থেকেই শঙ্করীর উপর মানসিক ও শারীরিক নির্যাতন শুরু হয় বলে অভিযোগ।

শঙ্করীর বাপেরবাড়ির তরফে গোবর্ধনপুর কোস্টাল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে পুলিস অভিজিৎ শিট, সুরজিৎ শিট, লক্ষ্মণ শিট ও সন্ধ্যারানি শিটকে গ্রেপ্তার করে। ধৃতদের সোমবার কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হয়। আদালত তিনজনকে পাঁচ দিনের পুলিসি হেফাজত এবং একজনকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। শঙ্করীর মৃত্যুর পেছনে প্রকৃত কারণ খুঁজে বের করতে একাধিক দিক খতিয়ে দেখা হচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top