উত্তর ২৪ পরগনা- অশোকনগরের নিউ মার্কেট এলাকায় ফাঁকা মাঠে কাগজ পেতে মদ্যপান করছিলেন দুই যুবতী। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে। স্থানীয় বাসিন্দারা তাঁদের প্রতিবাদ করলে, পাল্টা হুমকি দেন ওই দুই যুবতী—এমনটাই অভিযোগ। পরে পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশ এসে তাঁদের থানায় নিয়ে যায়।
থানাতেও বচসা চালিয়ে যান দুই যুবতী, যার জেরে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। সোমবার বারাসত আদালতে তোলা হলে তাঁরা জামিনে মুক্তি পান।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাত সাড়ে ন’টা নাগাদ ঘটনাটি ঘটে। স্থানীয়দের অভিযোগ, প্রকাশ্যে বসে মদ্যপান করছিলেন ওই যুবতীরা। প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে তাঁরা মানহানির মামলার হুমকি দেন। এরপরেই পুলিশ ব্যবস্থা নেয়।
দু’জনেই অশোকনগরেরই বাসিন্দা বলে জানা গিয়েছে। প্রকাশ্যে অশালীন আচরণ ও হুমকি দেওয়ার অভিযোগে তাঁদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।
