প্রথম জামাইষষ্ঠীতে রুবেলের পাতে ইলিশ-মাটন-মিষ্টি, শাশুড়ির আদরে খোশমেজাজে জামাইবাবু

প্রথম জামাইষষ্ঠীতে রুবেলের পাতে ইলিশ-মাটন-মিষ্টি, শাশুড়ির আদরে খোশমেজাজে জামাইবাবু

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



বিনোদন – চলতি বছরের জানুয়ারিতে বিয়ে হয়েছে টেলি অভিনেতা রুবেল দাস ও শ্বেতা ভট্টাচার্যের। আর রবিবার ছিল তাঁদের জীবনের প্রথম জামাইষষ্ঠী। আর প্রথম জামাইষষ্ঠীতে শ্বেতার মা যে আদরের কসুর করেননি, তা রুবেলের শেয়ার করা ছবিই প্রমাণ করে দিচ্ছে।

রুবেল তাঁর সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি পোস্ট করেছেন, যেখানে দেখা যাচ্ছে শাশুড়ি মা ফল-মিষ্টি ও ধান-দুব্বা দিয়ে আশীর্বাদ করছেন নতুন জামাইকে। সঙ্গে উপহার হিসেবে তুলে দিচ্ছেন একটি টি-শার্ট। আদর-স্নেহে আপ্লুত রুবেল শাশুড়ির পা ছুঁয়ে প্রণাম করেন এবং সঙ্গে সঙ্গে উপহার পাওয়া টি-শার্টটি পরে ফেলেন।

শ্বেতার বাড়িতে একেবারে ঘরোয়া পরিবেশেই হয়েছিল জামাইষষ্ঠীর আয়োজন। রুবেলের থালায় ছিল ভাত, পাঁচ রকমের ভাজা, শুক্তো, মাছের মাথা দিয়ে ডাল, দই কাতলা, ইলিশ মাছের ঝোল, মোচা চিংড়ি, মাটন কষা, দই এবং মিষ্টি। যদিও অভিনেতাদের নিয়মিত ডায়েট থাকে, তবে এদিন শাশুড়ির আদরের সামনে ডায়েটের কোনও জায়গা ছিল না। সব কিছুই এক চামচ করে খেতে হয়েছে তাঁকে।

রুবেল ছবিগুলোর ক্যাপশনে মজার ছলে লেখেন, “শাশুড়ি আমার হিট, সবার সঙ্গে ফিট, এ যে শাশুড়ি নম্বর ১।” যদিও ছবিগুলিতে শ্বেতা নিজে উপস্থিত নন, তবে মনে হচ্ছে তিনিই ক্যামেরার পিছনে ছিলেন।

এই প্রথম জামাইষষ্ঠী রুবেল ও তাঁর শ্বশুরবাড়ির কাছে এক স্মরণীয় মুহূর্ত হয়ে থাকল নিঃসন্দেহে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top