পাটনা বিধানসভায় ‘জঙ্গি হামলা’, আতঙ্কে প্রশাসন! শেষে জানা গেল এটা ছিল মহড়া

পাটনা বিধানসভায় ‘জঙ্গি হামলা’, আতঙ্কে প্রশাসন! শেষে জানা গেল এটা ছিল মহড়া

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



বিহার- বুধবার সন্ধ্যায় পাটনা বিধানসভায় হঠাৎই দেখা যায় বিশৃঙ্খল পরিস্থিতি—অস্ত্রধারী ‘জঙ্গিরা’ দখল করে নেয় বিধানসভার নতুন ভবন, বহু মানুষ পণবন্দী। মুহূর্তে গোটা এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। খবর পৌঁছায় নিরাপত্তা বাহিনীর কাছে, তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে যায় অ্যাসিস্ট্যান্ট টেরর রেসপন্স ফোর্স (ATS)। বিধানসভা ঘিরে ফেলে জঙ্গি দমনে শুরু হয় ‘অভিযান’।

দৃশ্য দেখে অনেকে ভেবেই নিয়েছিলেন সত্যিই হয়তো বড়সড় সন্ত্রাসবাদী হামলা হয়েছে। আতঙ্ক ছড়ায় সোশ্যাল মিডিয়াতেও।

তবে পরে জানা যায়, পুরো ঘটনাটিই ছিল পূর্ব-নির্ধারিত সন্ত্রাসদমন মহড়া। আসলে, এটিএসের এই উদ্যোগ ছিল ভবিষ্যতে কোনো জঙ্গি হামলা হলে কীভাবে তা প্রতিরোধ করা হবে—তা বাস্তব পরিস্থিতির মাধ্যমে পরীক্ষা করার প্রয়াস। বিধানসভার নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি ও তাৎক্ষণিক প্রতিক্রিয়ার মান যাচাই করতেই আয়োজন করা হয়েছিল এই অনুশীলনের।

এই মহড়ায় অংশগ্রহণ করেন বিপুল সংখ্যক এটিএস জওয়ান। সাধারণ মানুষের আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানিয়েছে প্রশাসন এবং এটিএস কর্তৃপক্ষ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top