মালদা – মালদহ জেলার সামসিতে স্ত্রীর অধিকার নিয়ে বিবাদ চরমে পৌঁছে রক্তাক্ত সংঘর্ষে পরিণত হল। ঘটনায় ছুরির আঘাতে গুরুতর আহত হয়েছেন একরামুল হক নামের এক যুবক। তাঁকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত মাসুম একরামুলের মামাতো ভাই। প্রায় এক বছর আগে একরামুলের স্ত্রী মাসুমের সঙ্গে পালিয়ে যান। একরামুল পরে স্ত্রীকে তালাক দেন এবং পরে ফের তাকেই বিয়ে করেন। এই বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে চাপা দ্বন্দ্ব চলছিল।
শনিবার সামসি গ্রামীণ হাসপাতালের সামনে দু’জনের মধ্যে বচসা শুরু হয়। কথা কাটাকাটি থেকে হাতাহাতি এবং আচমকাই মাসুম ছুরি বের করে একরামুলকে আঘাত করেন। আশপাশের লোকজন দু’জনকেই হাসপাতালে নিয়ে যান।
গ্রামবাসীদের বক্তব্য, বিবাহের আগে থেকেই একরামুলের স্ত্রীর সঙ্গে মাসুমের সম্পর্ক ছিল। এই সম্পর্কই ঘটনার মূল কারণ। ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হয়েছে।
ঘটনাটি ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।
