মোহনবাগান ক্লাব নির্বাচনের আর দরকার পড়ল না, আলোচনার মাধ্যমে গঠিত হল নতুন কমিটি

মোহনবাগান ক্লাব নির্বাচনের আর দরকার পড়ল না, আলোচনার মাধ্যমে গঠিত হল নতুন কমিটি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


কলকাতা – সোমবার বিকেল ৪:৩০-এ মোহনবাগান ক্লাবে অনুষ্ঠিত বৈঠকে নির্বাচনের আগেই ঐক্যমত তৈরি হল দুই প্রধান প্রতিদ্বন্দ্বী শিবিরের মধ্যে। দেবাশীষ দত্ত ও সৃঞ্জয় বোস নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছান এবং ক্লাব লনে এক সাংবাদিক সম্মেলনে এই সিদ্ধান্ত ঘোষণা করেন।

দেবাশীষ দত্ত জানান, “যে কোনো কারণেই হোক, আমাদের মধ্যে দুটি দল গড়ে উঠেছিল। তবে আজ আমরা আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছেছি। ক্লাবের স্বার্থে আমরা ঝুঁকেছি। যেমন সেরা খেলোয়াড়দের নিয়ে একাদশ গঠন হয়, তেমনই আমরা সেরা কর্মকর্তাদের নিয়ে কমিটি গঠন করেছি, যা আগামী তিন বছরে মোহনবাগানকে সাফল্যের দিকে নিয়ে যাবে।”

পাশে বসে থাকা সৃঞ্জয় বোস জানান, “ভোট না হলেও, ক্লাবের সদস্যদের সঙ্গে সংযোগ রক্ষা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। আমাদের মধ্যেকার প্রতিদ্বন্দ্বিতা মাত্রা ছাড়িয়ে যাচ্ছিল, তাই আলোচনার মাধ্যমেই সমাধান জরুরি ছিল।” পাশাপাশি তিনি জানান, দেবাশীষ দত্তকে সভাপতি করার সিদ্ধান্ত শুধুমাত্র তাঁর একার নয়।

এই সিদ্ধান্তে কার্যত স্পষ্ট, এবছর মোহনবাগানে আর কোনও নির্বাচন হচ্ছে না। নতুন কমিটিতে সৃঞ্জয় বোস জেনারেল সেক্রেটারি, সত্যজিৎ চ্যাটার্জি এসিস্ট্যান্ট সেক্রেটারি, সম্রাট ভৌমিক ক্রিকেট সেক্রেটারি, শ্যামল মিত্র হকি সেক্রেটারি, সিদ্ধার্থ রায় টেনিস সেক্রেটারি এবং সোহিনী মিত্র চৌবে এক্সিকিউটিভ মেম্বার হিসেবে মনোনীত হয়েছেন। মোট ২২ জনের এই কমিটি আগামী তিন বছরের জন্য মোহনবাগানের দায়িত্বে থাকবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top