খেলা – ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে অংশ নেওয়ার রোহিত শর্মার স্বপ্নে চিড় ধরতে চলেছে বলে মনে করছে ক্রিকেট মহল। বিশ্বকাপের সময় রোহিতের বয়স হবে ৪০ বছর। ফলে বিসিসিআই ইতিমধ্যে ওডিআই দলে নেতৃত্ব বদলের চিন্তাভাবনা শুরু করেছে বলে সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে।
সূত্র অনুযায়ী, বিসিসিআই চেয়েছিল রোহিত শর্মা টেস্ট এবং ওডিআই দুই ফরম্যাট থেকেই অবসর নিক। তবে ৩৮ বছর বয়সেও রোহিত ওডিআই খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অবিচল রয়েছেন, যার পেছনে রয়েছে ২০২৭ বিশ্বকাপ জয়ের স্বপ্ন।
২০২৩ সালের বিশ্বকাপে ভারতকে ফাইনালে পৌঁছে দেওয়ার পর রোহিত দেশের হয়ে টি২০ বিশ্বকাপ ও ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন। চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর তিনি বলেছিলেন, “আমি ওয়ানডে থেকে অবসর নিচ্ছি না। যাতে কেউ ভুল খবর না ছড়ায়।”
তবে বিসিসিআই ভবিষ্যতের দিকে তাকিয়ে শ্রেয়াস আইয়ারকে অধিনায়ক করার কথা ভাবছে। আইয়ার ইতিমধ্যেই আইপিএল-এ তিনটি দলকে ফাইনালে নিয়ে গেছেন এবং মুম্বাইকে সৈয়দ মুশতাক আলি ট্রফি জিতিয়েছেন। এখন তার পারফরম্যান্সের ভিত্তিতে তাকে হোয়াইট-বল অধিনায়ক হিসেবে বিবেচনা করা হচ্ছে। বিসিসিআই-এর সামনে ২০২৭ সালের আগে ২৭টি ওডিআই ম্যাচ রয়েছে, ফলে অধিনায়ক তৈরি করার উপযুক্ত সময় এখনই।
