১৫ বছরের পুরনো বাস বাতিল নয়, ফিটনেস সার্টিফিকেটেই চলবে গণপরিবহণ

১৫ বছরের পুরনো বাস বাতিল নয়, ফিটনেস সার্টিফিকেটেই চলবে গণপরিবহণ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

কলকাতা – শহরের গণপরিবহণ ব্যবস্থায় বড়সড় সিদ্ধান্ত। বাতিল করা হচ্ছে না ১৫ বছরের বেশি পুরনো বাণিজ্যিক গাড়ি। কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে বিচারপতি রাই চট্টোপাধ্যায় রাজ্য সরকারের আর্জি মঞ্জুর করে রায় দিয়েছেন— যদি গাড়িটি ফিটনেস পরীক্ষায় পাস করে, তবে সেটি রাস্তায় চলতে পারবে। ফলে বাস মালিকদের দীর্ঘদিনের দাবিতে সাড়া দিয়ে ইতিবাচক সিদ্ধান্ত নিল আদালত ও পরিবহণ দফতর।

এই রায় অনুযায়ী, ১৫ বছরের বেশি পুরনো বাসকেও বছরে দু’বার ফিটনেস সার্টিফিকেট করাতে হবে। একবার ফিটনেস সার্টিফিকেটের মেয়াদ থাকবে ছ’মাস। ফিটনেস পরীক্ষার জন্য নির্ধারিত হয়েছে ১২,৫০০ টাকা, পাশাপাশি দূষণ পরীক্ষার জন্য লাগবে অতিরিক্ত ১০০ টাকা।

রাজ্যের সঙ্গে ছ’টি বাস মালিক সংগঠনের মধ্যে এই বিষয়ে চূড়ান্ত সমঝোতা হয়েছে। সকলেই বছরে দু’বার গাড়ির স্বাস্থ্য পরীক্ষা করানোর বিষয়ে সম্মত হয়েছে।

প্রসঙ্গত, এর আগে পরিবহণ দফতর শহরে বেপরোয়া বাস চালকদের নজরদারির জন্য চালু করেছিল যাত্রীসাথী অ্যাপ। পরীক্ষামূলকভাবে ১০টি রুটে এই অ্যাপ চালু করা হয়েছে। সরকারি বাসের পাশাপাশি বেসরকারি বাস ও মিনিবাস চালকরাও এই অ্যাপের ট্র্যাকিংয়ের আওতায় আসছেন।

এই পদক্ষেপে যেমন বাস পরিষেবা আরও নিয়ন্ত্রিত ও নিরাপদ হবে, তেমনই পুরনো গাড়ি বাতিলের আশঙ্কাও দূর হয়েছে বাস মালিকদের।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top