বিদ্যুৎ বিভ্রাটে ক্ষুব্ধ জনতা, রাস্তা অবরোধ করে বিক্ষোভ মাজমপুরে

বিদ্যুৎ বিভ্রাটে ক্ষুব্ধ জনতা, রাস্তা অবরোধ করে বিক্ষোভ মাজমপুরে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



উত্তর ২৪ পরগনা – উত্তর ২৪ পরগনার হাড়োয়া থানার অন্তর্গত মাজমপুর কামারবাড়ি মোড় সংলগ্ন এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে উত্তাল হয়ে উঠল স্থানীয় জনতা। দীর্ঘদিন ধরে চলতে থাকা অনিয়মিত বিদ্যুৎ পরিষেবায় তীব্র ক্ষোভ প্রকাশ করে এদিন রাস্তায় নামেন গ্রামবাসীরা।

বকজুড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই এলাকায় রাজারহাট-হাড়োয়া রোড অবরোধ করে বিক্ষোভে শামিল হন বহু মানুষ। তাঁদের দাবি, অবিলম্বে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক ও স্থায়ীভাবে উন্নত করতে হবে। নইলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা।

রাস্তা অবরোধের ফলে একাধিক গাড়ি আটকে পড়ে, সৃষ্টি হয় ব্যাপক যানজট। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হাড়োয়া থানার পুলিশ। পুলিশ প্রশাসন বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে তাদের আশ্বস্ত করলে অবরোধ উঠে যায়।

পরবর্তীতে হাড়োয়া থানার পুলিশ ধাপে ধাপে যানজট মুক্ত করে পরিস্থিতি স্বাভাবিক করে। তবে এলাকাবাসীদের স্পষ্ট হুঁশিয়ারি— “বিদ্যুৎ পরিষেবায় উন্নতি না হলে আবারও পথে নামব।”

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top